যত গরমই হোক না কেন, চা চাই আমার এক কাপ
চা করলে পান কমে যায় দেহের উত্তাপ,
তুমিও আজ চায়ের কাপে ছোঁয়াও তোমার ঠোঁট
সুখ আনন্দ একটুখানি, করো বন্ধু লোট।
আলসেমিতে কেটে যাচ্ছে সময়টুকু এই
এই গরমে যায় হারিয়ে কাজে কর্মের খেই
এস বস ফুরফুরে হও, চা খাও এক কাপ
পার হবে কি এবেলাতে উষ্ণতার এক ধাপ?
চায়ের জলে শান্তি রাখা করবে নাকি পান,
গাইবে নাকি গলা ছেড়ে জারি সারি গান?
উচ্ছল হও না বন্ধু তুমি লাগবে আমার ভালো
হেসে ফেলো অনায়াসে মুখ রেখো না কালো।
চায়ের জলে তুলে রাখো এই গরমের চাপ
ধরো হাতে বারান্দায় বসে উষ্ণ গরম কাপ,
চুমুক তুলো সুরে সুরে শিষ বাজাও আজ ঠোঁটে
চুপটি করে বসে থাকা নয় ভালো নয় মোটে।
থেকো না আর শুয়ে বন্ধু গল্প করি এসো
কৌতুক শুনে না হয় তুমি একটুখানি হেসো,
চায়ের কাপে আঙ্গুল রেখে হেসে বলো কথা,
আর রেখো না এই দুপুরে অনুভূতি ভোঁতা।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
এই গরমে চা খাবে?,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চুমুক তুলো সুরে সুরে শিষ বাজাও আজ ঠোঁটে
চুপটি করে বসে থাকা নয় ভালো নয় মোটে।
loading...