পাতারা বুড়ো হয়ে যায়

ddg

তোমার আমার মতই পাতারাও বুড়ো হয়ে যায়,
হলুদ কমলা পাতা হৃদয় তারে বিষাদের বাজনা বাজায়,
মনে হয় এই বুঝি সময় এলো ফুরিয়ে,
এই যেটুকু সময় আছে বাকী, এসো প্রেমে ভালোবাসায়
নেই মন জুড়িয়ে!

পাতারা তবুও দোলে হাওয়ার প্রেমে
পাতারাও বিমর্ষ হয় বুঝি, রোদ্দুর আসলে নেমে?
তুমি যেন চৈত্রের রোদ্দুর, মাথার উপর জ্বলো,
এমন খাঁখা মনে প্রেম থাকে? বলো তুমিই বলো?

হলুদ কমলা পাতার উপর লিখা আছে আয়ূ
হাওয়ার বেগ বাড়লেই পাতা ঝরবে বন্ধ হবে তাদের স্নায়ু।
পথিকের পায়ের তলায় সুর তুলবে ওরা মর্মর
সবাই নিশ্চিহ্ন হয়ে যায়, তুমি আমিও হবো তাই
আমরা তো কেউ নই অমর!

এত অল্প আয়ূর জীবন নিয়ে আছি এখানে
কেন বলো তো বিষাদের মেলা বসিয়েছি মনের দোকানে
ক্রেতা হও তুমি বিষাদ কিনো কিছু
অযথাই কেন দৌঁড়াচ্ছো সুখের পিছু।

আমি ছাড়া তোমার সুখ কীসে শুনি, কড়িতে?
কী হবে এত বিত্ত বৈভবে, চোখ রাখো তো দেয়াল ঘড়িতে
নিমেষেই উধাও করে দিয়ে সময় ঘড়ি
হয়ে ওঠে যেন আমার বিষের বড়ি।

তুমি আমি যেন এখন লাল কমলা পাতা
ফুরিয়ে যাবো, তবুও খুলছি না কেন প্রেমের খাতা?
কিছু ভালোবাসার কথন মন উঠোনে গেঁথে দাও
অযথাই বুক দেয়ালে বিষ কথার কাঁটা বিধাও।

(ক্যানন ৬০০ডি, জিন্দাপার্ক, নারায়ণগঞ্জ)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
পাতারা বুড়ো হয়ে যায়, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৬-২০২৩ | ১৩:৩৯ |

    তুমি আমি যেন এখন লাল কমলা পাতা
    ফুরিয়ে যাবো, তবুও খুলছি না কেন প্রেমের খাতা?
    কিছু ভালোবাসার কথন মন উঠোনে গেঁথে দাও
    অযথাই বুক দেয়ালে বিষ কথার কাঁটা বিধাও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...