মনটা আমার শুভ্র সুন্দর, সাদা মেঘের মতন
মন আকাশে নিত্য আমি শরত পুষি যতন,
কাশফুলও ফুটে মনের ক্ষেতে, উড়ে সুখের হাওয়া
মনে শান্তি, হচ্ছে ঠোঁটে সুখেরই গান গাওয়া।
রোদ্দুর দুপুর তেজাব আলো, দেয় পুড়িয়ে গা
তবুও আজ শরতের বুকে হাঁটি ফেলে পা,
পায়ের তলায় শুকনো পাতা নূপুর বাজায় সুরে
কল্প শরত পেয়েছি আজ আসি একটু ঘুরে।
যাবে নাকি আমার সাথে ছুঁবে শরত কাল
দিলাম তোমার হাতে তুলে স্নিগ্ধ এই বিকাল
মিহি হাওয়া উড়ছে শূন্যে গাইছে পাখি বনে
শুদ্ধতা আজ এসে হঠাৎ ভর করেছে মনে।
শুভ্র মনের প্রান্ত ছুঁতে ইচ্ছে তোমার আছে?
দাও না সঁপে মনটা তোমার এই বিকেলের কাছে,
নীল আকাশে মেঘেদের দল উড়ছে মেলে ডানা
উড়তে চেষ্টা করছে দেখো ডালে পাখির ছানা।
মেঘগুলি আজ সাদা পায়রা ডানায় রাখা শান্তি
এসো দেখি শরত মিটাই মনের সকল ক্লান্তি,
একটি বিকেল আমাকে দাও, দেব তোমায় শরত
আমায় নিয়ে ঘুরবে, নেবে এটুকু আজ শপথ?
.
(স্যামসাং এস নাইন প্লাস, গ্রীণ মডেল টাউন ঢাকা)
loading...
loading...
একটি বিকেল আমাকে দাও, দেব তোমায় শরত
আমায় নিয়ে ঘুরবে, নেবে এটুকু আজ শপথ?
loading...