রবের উপর থাকিলে ভরসা, ভয় আর কীসে
ধৈর্যের ওপারে আছে সুখ লুকানো,
কেবল অপেক্ষা অল্প,
একদিন সুসময় আসবে ধেয়ে
সুখ হবে হাতের মুঠোয়।
আমলের ফল হাতে ধরতে হয় দুনিয়াতেও
মেনে নিতে হয়, বিপদ যা আছে কপালে লিখা,
রব দিয়েছেন ব্যথা, সয়ে নেয়ার ক্ষমতাও দেবেন
কেবল অপেক্ষার বুকে রেখে দিতে হয় ধৈর্য!
করুণাময়ের ইচ্ছেতেই রাখিতে হয় মন
বুক পেতে নিতে হয় এই দুনিয়ার যত শাস্তি,
শাস্তির বিছানায় শুয়ে যদি রই
পাপ কিছু কেটে যায় অনায়াসে।
এখানে তো আসিনি চিরদিনের জন্য
তবু অবেলায় কে আর যেতে যায় চলে
কে বাড়াতে চায় পা বেলাশেষের খেয়ায়
ধৈর্যের সাথে খেলতে হয় তাই খানিকটা লুকোচুরি।
অনুতাপে পুড়তে হয়, চাইতে হয় মুহুর্মুহু ক্ষমা
মনের অহম ছুঁড়ে ফেলে দিতে হয়
জিদগুলো মেঝেতে ফেলতে হয়
জিদ হয়ে যাক কাঁচের চুরি।
ইবাদত দিতে হয় বাড়িয়ে, নামাজ না করে আর ক্বাযা
আগাতে হয় পথ কেবল প্রভুর নাম ঠোঁটে করে জপ,
শাস্তি পেয়েও যদি অহম রাখো মনের কিনারে
চূড়ান্ত শাস্তির জন্য হও মানুষ এবার প্রস্তুত।
loading...
loading...
ইবাদত দিতে হয় বাড়িয়ে, নামাজ না করে আর ক্বাযা
আগাতে হয় পথ কেবল প্রভুর নাম ঠোঁটে করে জপ,
শাস্তি পেয়েও যদি অহম রাখো মনের কিনারে
চূড়ান্ত শাস্তির জন্য হও মানুষ এবার প্রস্তুত।
loading...