ভালোবাসার রঙ গোলাপী জানো কি তুমি?
কী মায়াবী রঙ তাই না?
গোলাপী রঙ ফুল দেখলেই মুগ্ধতায় ভরে বুক ভুমি
গোলাপী ফুল দিয়ো;
না, লাল নীল হলুদ ফুল চাই না।
কিছু ফুল গোলাপী রঙ শাড়ীতে সাজে
শাড়ীর পাড় সবুজ
এমন আমাকেও পারো সাজাতে সন্ধ্যা সাঁঝে
এমন গোলাপী পরি সাজতে যে মন অবুঝ!
নিয়ে এসো সঙ্গে করে কাঁচের চুড়ি
আর দুটো গোলাপী রঙ ফুল
বিকেলের হাওয়ায় হতে ইচ্ছে প্রেম ঘুড়ি,
হারাতে চাই তোমার সনে সংসার কূল।
উড়ে যেতে চাই বন হতে বনারণ্যে
কিছু সময় হাতের মুঠোয় দিয়ো তুলে
কাজ ফেলে কিছু সময় নিয়ে এসো আমার জন্যে
যেয়ো একদিন কিছু জরুরী কাজ ভুলে।
এমন করে তাকিয়ো না, লজ্জা পাই
বেহুদা আবদার তাই কি?
গোলাপী রঙে আজ পরী সাজতে চাই
এ ছাড়া বলো হীরে মতি হেম চাই কি?
দীর্ঘশ্বাসের প্রহরগুলো দিতে চাই ছুটি
বায়নাতে মন রাখো যদি;
এই অবেলা উপহার দাও গোলাপী রঙ ফুল দুটি,
হয়ে যাবো নিমেষেই তোমার বয়ে চলা প্রেম নদী।
.
(ক্যানন ৬০০ডি, চুনারুঘাট)
loading...
loading...
বায়নাতে মন রাখো যদি;
এই অবেলা উপহার দাও গোলাপী রঙ ফুল দুটি,
হয়ে যাবো নিমেষেই তোমার বয়ে চলা প্রেম নদী।
loading...