বিবর্ণ আকাশ ছুঁয়ে পাখিরাই উড়ছে শুধু, মেঘ নেই
হোক ফিকে রঙ আকাশ, তবুও আকাশে রাখি চোখ
তুমিও এসো পাশে দাঁড়াও
আকাশে তাকিয়ে নিঃশ্বাস নিয়ে জোরে মন করো প্রশস্ত।
দেখো তাকিয়ে পাখিরা কী স্বাধীনতায় উড়ছে
আমরাও উড়তে পারি সব ব্যস্ততা ঠেলে
মনটারে স্থির করো
চলো ঘুরে আসি আকাশের শেষ সীমানায়।
কেমন যেন সময়গুলো হাওয়ায় যাচ্ছে উড়ে
বসন্তের হাওয়া এসে লাগছে মনে
মন কেমন কেমন করছে,
তুমি মনের ছেঁড়া পালে লাগাও সুখের হাওয়া।
আকাশে তাকিয়ে দেখ কত বড় তার বুক
মন আর রেখো না সংকীর্ণ
প্রশস্ত বুকে ভালোবাসার মেঘ উড়াও
আমার হাতে ধরে নিয়ে যাও দূরে কোথাও।
এবেলা দাঁড়িয়ে আছি একা,
আকাশে চোখ রেখেও হচ্ছি বিষণ্ণ
পাশে এসো, মনের বিষাদ জঞ্জাল দূর করে দাও
ঠোঁটে এনে দাও এক টুকরো হাসি।
মন আকাশে উড়ুক আজ শুভ্র মেঘ
তুলোর মন করে নিয়ো
তোমার করে নাও আমার মনের আবেগ
এসো আকাশ দেখি, কাছে এসে দাঁড়াও প্রিয়।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
loading...
loading...
তুলোর মন করে নিয়ো
তোমার করে নাও আমার মনের আবেগ
এসো আকাশ দেখি, কাছে এসে দাঁড়াও প্রিয়।
loading...