বেলা যে যায় বয়ে আলগোছে

32n

চোখ বন্ধ করে ছেড়েই দেখি বেলা গড়িয়েছে, সূর্য উপরে
কী করে যেন হেলায় হেলায় কেটে যায় সময়
কী করে যেন বিতৃষ্ণা এসে দাঁড়ায় মনের সম্মুখে
কিছুতেই সময় না ধরতে পারার আক্ষেপ থাকি ছুঁয়ে।

বেলা যে যায় বয়ে, হাসি গান ঠাট্টা আর আনন্দে
কোথায় যেন ছন্দহারা হই নিমেষেই
ভুলে যাই সুখ ছুঁয়ে আছি এবেলা
কী হারানোর খেলায় নিতে যাচ্ছি অংশগ্রহণ, কে জানে!

কেমন যেন লাগে, মন করে কেমন কেমন
কী নেই আমার, কী হারিয়েছি অবলীলায়
ভাবতে গেলে দেখি ভাবনার দেয়ালে অপূর্ণতার বিষণ্ণ ছবি
যে ছবি চাইনি ছুঁতে কখনো।

দীর্ঘশ্বাস কেন উড়বে বুকে অযথা
আমি ভুলে যেতে চাই বিগত দুঃখবোধ
মনের কিনারে বসে ঘূণপোকা কাটে মন কচকচ
হাসি মজা আনন্দের মাঝে আমি হয়ে যাই বিষণ্ণ।

এমন কেন আমি, উচ্ছল মন আমার তবুও বিষাদ পুষি
বেহুদাই মনের বাড়ি রোপন করি কাঁটা ঝোপঝাড়
আমি চাই ফুলেল সময় ঘুরুক ঘূর্ণিপাকে আমার চতুর্দিকে
চাই না বিষাদ টুটি চেপে ধরুক বারবার।

এই তো ভালোই তো আছি, কীসের অভাব মন ছুঁয়ে?
তবুও আগাছাই রাখি বুক জমিনে রুয়ে
সন্তুষ্টি আসবে কবে তবে জীবনজুড়ে,
কীসের এত চাহিদার হাপিত্যেশ বুক খায় কুরে কুরে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
বেলা যে যায় বয়ে আলগোছে, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-০২-২০২৩ | ১৩:৫৯ |

    আমি চাই ফুলেল সময় ঘুরুক ঘূর্ণিপাকে আমার চতুর্দিকে
    চাই না বিষাদ টুটি চেপে ধরুক বারবার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...