এইতো পশ্চিমে রক্তিম আভা নিয়ে সূর্য
বাজে হাওয়ায় হাওয়ায় বেলা চলে যাওয়ার তূর্য,
দিনের বুক আঁধারে ছেয়ে যায়,
আকাশও তার রঙ বদলাবে।
এইতো সূর্যটা আকাশের গায় আছে ঝুলে
সে কেন হাঁটে পশ্চিমে আলোর কথা ভুলে,
বেলা কেন চলে যায় আমায় ফেলে,
আমার আটকায় বেলা বয়সের জেলে।
এইতো সূর্যটা রক্তিম আলো ছড়িয়ে,
আকাশকে আছে জড়িয়ে
সে কেন ঘুমোতে যায় দুনিয়া আঁধারে ভরিয়ে,
আলো নিয়ে সাথে এই যে সূর্য পশ্চিমে যায় গড়িয়ে।
কেমন যেন বিষণ্ণ আলোয় আমি আটকে থাকি
একেকটি দিন যায় আমায় দিয়ে ফাঁকি,
বয়স তবে কোথায় রেখে যাই,
মুখ ঘুরিয়ে দেখি উচ্ছল সময়গুলো আর আমার নাই।
আলো আঁধারের এই খেলা ঘরে
ডুবে যাই এবেলা ব্যথার বালি চরে,
পশ্চিমের রক্ত রঙ আমার সুখ গিলে খায়,
দিন চলে যায়, সময় দিয়ে যায় জড়তা পায়।
এইতো সূর্যটা পশ্চিমে ছড়ায় কী মিহি আলো
হায় গোধূলিয়া আমার বড় লাগে ভালো,
আক্ষেপগুলো ছুঁড়ে ফেলে
আমি মুগ্ধতা নিয়ে চোখে উড়ি সুখে ডানা মেলে।
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
loading...
loading...
এইতো সূর্যটা পশ্চিমে ছড়ায় কী মিহি আলো
হায় গোধূলিয়া আমার বড় লাগে ভালো,
আক্ষেপগুলো ছুঁড়ে ফেলে
আমি মুগ্ধতা নিয়ে চোখে উড়ি সুখে ডানা মেলে।
loading...