নিজের স্বার্থে যায় না খোলা ঠোঁট

3252

কাছের মানুষগুলো নিজ স্বার্থে ব্যস্ত, নিতেই অভ্যস্ত,
একবার খুললেই ঠোঁট, পাশাপাশি থাকতে হয় ভীত সন্ত্রস্ত;
আপনজন’রা সব কেড়ে নিতে ওঁৎ পেতে বসে থাকে,
কখন কোন ফাঁকে সব হাতিয়ে নেবে, সে চিত্র আঁকে।

দিতে পারলেই তুমি মহা ভালো, দয়ায় ভরা দেহ
যদি ফেরত চাও তবেই তাদের ঠোঁটে উঠে হেলার দ্রোহ
তুমি কষ্ট করে কামাচ্ছো সে যেন তোমার জন্য নয়,
চারিদিকে হা করে থাকে তোমার সব গিলে খাবে, বাড়াবে প্রণয়।

ইনিয়ে বিনিয়ে কত আবদার, চোখ মানিব্যাগে
বায়নাতে না সূচক সম্মতি দিলেই দেখবে গেছে রেগে,
তোমার যা আছে তোমার জন্য যেন সেসব না
স্বার্থের বুকে না শব্দটি করলেই ব্যবহার আর হয় না বনিবনা।

কেমন যেন মানুষগুলো দেবার বেলায় নাই এক সিকি
অন্যের অর্থের উপর ল্যুলোপ দৃষ্টি, মন যেন আলোয় ঝিকিমিকি
নিজের মনের করে নিয়ে যায় কেউ কেউ ধার,
ফেরত দিতে কতই না কার্পণ্য, টাকা হয় না পকেট হতে বার।

দিতে না পারলেই তোমার কত বদনাম, তুমি হেন তেন, অমানুষ
অথচ তোমার টাকা নিয়ে উড়াবে রঙ আকাশে রঙিন ফানুস
অন্যের টাকা পকেটে গেলেই বুক ফুলিয়ে হাঁটে কেউ,
দেদারসে টাকা উড়ায়, বুকে ভাঙ্গে চাকচিক্যতার ঢেউ।

আপন’রা কেন হবে এত স্বার্থপর, কেন চাইবে কেবল নিতে
দিতে কেন উদাসীন, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যতা
কেন দেবে আঘাত মনের ভিতে;
মানুষ কেন এত স্বার্থপরতা নিয়ে পথ হাঁটে আনন্দে
কেন পতন ঘটাতে চায় অন্যের আনন্দ সুখ চলার ছন্দে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
নিজের স্বার্থে যায় না খোলা ঠোঁট, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০১-২০২৩ | ১২:৪৫ |

    দিতে না পারলেই তোমার কত বদনাম, তুমি হেন তেন, অমানুষ
    অথচ তোমার টাকা নিয়ে উড়াবে রঙ আকাশে রঙিন ফানুস
    অন্যের টাকা পকেটে গেলেই বুক ফুলিয়ে হাঁটে কেউ,
    দেদারসে টাকা উড়ায়, বুকে ভাঙ্গে চাকচিক্যতার ঢেউ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...