সেই যে উড়ে বেড়ানোর দিনগুলো
অতীত হলো বর্তমান পথের উড়িয়ে ধুলো
সেই যে আমার ডানা মেলা দিন
সু দিন ছিলো…….. ধীরে ছুঁয়ে রই দুর্দিন।
কী সবুজাভ মন নিয়ে উড়ে বেড়িয়েছি দিনভর
মনের জমিন প্রেমে ভালোবাসায় সুখে কতই না উর্বর
বুড়ো হয় সময়… ভেঙ্গে যায় ডানা,
এবেলা এসে দেখি উড়তেই আমার শত মানা।
সেই যে পুকুর পাড় অথবা ডোবার কিনার ঘেঁষে
ছিপ ফেলে ধরেছিলাম মাছ, গান গয়ে হেসে
উড়ন্ত বেলা আমার গিয়ে ঠেকলো পড়ন্ত বেলায়,
কত ভুলভাল কষেছি জীবনের অঙ্ক, জীবন রেখেছি অবহেলায়।
অগোছালো জীবনের বাঁকে জমা হয় জরাজীর্ণতা
টের পেলাম না কখন নেমে এলো জীবনের পরতে সুখের দৈন্যতা
এখানে ফড়িং হতে গিয়ে দেখি ডানা নেই,
হোঁচট খেয়ে জীবনের পথে হারাই স্বস্তির খেই।
কখন যে বেলা পড়ে গেল, কখন যে ডানা হলো অদৃশ্য
আহা আমার ফড়িং বেলা সুখগুলো আজ অস্পৃশ্য
দুঃখ সুখে তবুও হেসে উঠি, কেঁদে ফেলি নিদ্বির্ধায়,
অমোঘ সত্য সময়কে জানাতে হবেই তো বিদায়।
আমার ফড়িং দিনগুলো স্মৃতি হয়ে আছে মনের কোণে
সেই সব স্মৃতি নিয়েই মন ঘরে যাই স্বপ্ন বোনে;
সবুজ মন আজও অবুঝ…. অশীতিপরেও আছি কুড়ি,
এখনো আমি নবাগত মন নিয়ে সুখ আকাশে ডানা মেলে উড়ি।
(ক্যানন ডি৬০০, চুনারুঘাট)
loading...
loading...
সবুজ মন আজও অবুঝ…. অশীতিপরেও আছি কুড়ি,
এখনো আমি নবাগত মন নিয়ে সুখ আকাশে ডানা মেলে উড়ি।
loading...
সুন্দর অনুভবী উচ্চারণ!
প্রকৃতি স্মৃতি ও জীবন এক সূতোয় গাঁথা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!
loading...