দেখ তাকিয়ে সূর্য কুয়াশার আড়ালে, হেমন্ত কী দ্বারে?
শীতের সুর বাজছে প্রকৃতির তারে,
আমায় নিয়ে যাবে গ্রাম আকাশের নিচে?
এই শহরে হেমন্তের সুখ, ষোল আনা মিছে।
আকাশে শুভ্র মেঘ নেই, মনে নেই আনন্দ,
শরত চলে যায়, বাজে না বুকে সুর ছন্দ,
বারান্দায় দাঁড়িয়ে আছি, দাঁড়াবে পাসে এসে?
দেখে যাও আকাশ যাচ্ছে কেমন বিবর্ণতায় ভেসে।
হিম হাওয়া বইছে, থিরথির কাঁপছে পাতা,
আজ ছন্দ শূন্য আমার কবিতার খাতা,
মনের সুর হারাচ্ছি, জানি না কী জন্য,
এই সবুজ এই স্নিগ্ধতা, ক’দিন বাদের ধুঁধু অরণ্য।
কান পেতে শুনো, আমার বুকের দীর্ঘশ্বাস,
চাই না বিবর্ণতায় ছেয়ে যাক মনের আকাশ,
হেমন্তও চাই, চাই না আকাশে বিবর্ণ রঙ মেঘ,
চাই তুমি স্পর্শ করো আমার আবেগ।
কত শত দুর্ভাবনার বেড়াজারে আটকে আছি,
রোদ ঐ খেলছে দেখো ছায়ার সাথে কানামাছি,
আকাশের মেঘগুলো নিমেষেই হলো কোথায় উধাও,
তুমি যেন মন আকাশ ছেড়ে চলে যাও অন্য কোথাও।
সীমাহীন আকাশজুড়ে কুয়াশার ধুয়াশা,
চোখ মেলে নতুন ভোর দেখে মনে রাখি সুখাশা;
এসো কাছে আকাশে তাকাও এবেলা,
দেখে যাও আকাশে বসেছে কুয়াশাদের মেলা।
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
loading...
loading...
এসো কাছে আকাশে তাকাও এবেলা,
দেখে যাও আকাশে বসেছে কুয়াশাদের মেলা।
loading...