তালপাকা রোদ্দুরে পুড়ে পুড়ে ছাই, সহসা নেমে আসলো বৃষ্টি,
কী মনোরম দৃশ্য, কী হিম আবেশ, বাহিরে রাখি ঠায় দৃষ্টি;
ইচ্ছে করছে তোমার সাথে দূরে কোথাও যাই,
মন দেয়াল বৃষ্টির জলে থরে থরে সাজাই।
তুমি কাঁথামুড়ি দিয়ে ঘুমোবে? নাকি বের হবে আমায় নিয়ে
এসো কিছু সুখ এই ভাদ্রে আনি ছিনিয়ে,
মেঘলা আকাশ, দিনের বুকে বিবর্ণ আলো
এমন দিনে উচ্ছলতা হারাই, নেই মনঘরে উচ্ছাসের আলো।
চলো মনের ঘরে জ্বালাই উচ্ছাসের আলো,
তুমিও যে মেঘলা আকাশের মতই মন করে আছো কালো,
বুঝেছি, তোমারও মন করছে কেমন কেমন! তাই না?
চুপচাপ নিরিবিলি থাকি দুজন আলাদা রুমে, এ আমি চাই না।
চলো ভালোবেসে সময় করে নেই আপন,
বৃষ্টি ফোঁটা তুলে নেই ঠোঁটে, মনে তুলি সুখের কাঁপন;
ভিড় এড়িয়ে কোথায় চলে যাই, খুঁজে নেই নির্জন,
মনে যত দ্বিধা দ্বন্দ্ব আর বিষণ্নতার ছাপ, করি বর্জন।
বিষণ্ণ দিনের বুকে বসে চুপচাপ, হবে কী আর,
চলো সময়ের পিঠে হই সওয়ার
তুলে আনি মুগ্ধতা, ছুঁয়ে দেই বৃষ্টি ভেজা পাতা,
মাথা থাকুন শূন্য, ফেলে যাবো ঘরেই রঙিন ছাতা।
গরম চায়ে রাখলে ঠোঁট, ঠান্ডা যাবে কেটে,
যেখানেই যাই না কেন, যাবো না হয় হেঁটে হেঁটে,
কাদামাটি ছুঁয়ে দিক বসন, ভিজে যাক গায়ের জামা,
বন্ধু ঘরে মন টেকে না, মনের তারে বাজে সুখ সারে গামা।
loading...
loading...
কাদামাটি ছুঁয়ে দিক বসন, ভিজে যাক গায়ের জামা,
বন্ধু ঘরে মন টেকে না, মনের তারে বাজে সুখ সারে গামা।
loading...