ফুরফুরে দিনের বুকে স্বচ্ছ আলো নাচানাচি,
রোদ্দুর আর সূর্য খেলছে কানামাছি,
ছুটির দিনে রঙিন চায়ের আজ দিলাম ছুটি,
এবেলা দুধ চায়ে মজা লুটি।
দু’বার বসাতে পারবো না চুলায় হাঁড়ি,
র’ চায়ের পিছনে তুমিও টেনে দাও দাঁড়ি,
হলুদাভ রঙের ছোঁয়া লাগুক মনের বাড়ি,
এসো বারান্দায় বসে সুখের নিঃশ্বাস ছাড়ি।
জানালার পর্দায় হাওয়ার হুড়োহুড়ি,
দেখো তাকিয়ে যেন ওড়ছে ঘুড়ি,
ভীষণ আরাম ছুঁয়ে আছি, করো না মুখ বাঁকা,
তুমি বজ্র বুলি ছাড়লেই ভিতর বাড়ি ফাঁকা।
ধূসর রঙ চায়ে আলগোছে রাখো ঠোঁট,
ভালোবাসার সম্পর্ক আজ থাকুক অটুট,
শুয়ে বসে চাই না কাটাতে দিন,
দুজনে মিলে সংসার সাজাই এসো,
দেখো তাকিয়ে ঘরে সব হয়ে আছে মলিন।
মুঠোফোনটা রেখে দাও দেরাজের উপর,
এক কাপ চা নাও হাতে অতঃপর…
চলো কাজে লেগে পড়ি, ঘর দেই ঝাড়ু আমি
তুমি শুরু কর মুছার পাগলামি।
কেটে যাক দিন সুখে, মন ভরে থাকুক হইচই আনন্দ,
চায়ের জলে ছুঁড়ে ফেলো মনের সব দ্বন্দ্ব,
আমি এমনই এলোমেলো… পাতা ভরে লিখি
সয়ে নাও, জানি তোমার কাছে এর মূল্য নেই সিকি!
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
loading...
loading...
মন ভরে থাকুক হইচই আনন্দ,
চায়ের জলে ছুঁড়ে ফেলো মনের সব দ্বন্দ্ব।
loading...
থ্যাংকিউ সো মাচ
loading...