ঘুম থেকে জেগেই আকাশে তাকাই
কী সুন্দর মনোহারী মেঘ ছড়ানো ছিটানো
সূর্যটাও জ্বলে আবার নিভে যায় কালো মেঘের দাপটে
কী সুন্দর নীল স্বচ্ছ আকাশ।
আমার ভালো লাগে ছুটির আকাশে রাখি চোখ
আমার ভালো লাগে মেঘেদের উড়াউড়ি
ভালো লাগে ডানা মেলা পাখি
ভালো লাগে মিহি হাওয়ার দাপট।
পাতাবাহারে গায়ে গায়ে বৃষ্টির রেণু
পাতায় পাতায় বেজে উঠে সুখ বেণু
আমার ভালো লাগে বৃষ্টির ঝরার পর আকাশটি
কী নীলাভ ছায়ায় গিলে খায় আকাশ আহা।
কিছু মেঘ আমার হয়ে আসে, আমি মুঠোয় পুরি সুখ
মেঘগুলো চোখের আয়নায় হয় জড়ো,
আমি শুদ্ধ করে নেই অন্তর,
অতঃপর কিছু কালো মেঘ এসে দখল নেয় আকাশ।
আকাশের কালো মেঘের মাঝে বৃষ্টিরা থাকে লুকিয়ে
আমি বৃষ্টিদের ডাকি হাত বাড়িয়ে
সহসা নেমে আসে অঝোর বৃষ্টি
ঝুপঝাপ সুরে বেজে যায় বৃষ্টিরা নিরবে।
কী মনোলোভা সময় আমার, আমার ব্যস্ততা নেই আজ
বাহিরে কান পেতে শুনি বৃষ্টির আওয়াজ,
মিষ্টি আমেশ, নেই উষ্ণতা অল্প
আমি হাওয়ার সাথে তখন জুড়ে দেই গল্প।
loading...
loading...
বাহিরে কান পেতে শুনি বৃষ্টির আওয়াজ,
মিষ্টি আমেশ, নেই উষ্ণতা অল্প
আমি হাওয়ার সাথে তখন জুড়ে দেই গল্প।
loading...
কৃতজ্ঞতা
অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া
loading...