আকাশে মেঘ নেই, রোদ্দুর অতি,
সময় দ্রুত উড়ে, যেন সে প্রজাপতি,
আকাশ দেখতে গিয়ে হোঁচট খাই
সময় পারি না ধরতে, সময় যে আমার হাতে নাই।
আকাশের রঙ বদলায়, বদলায় জীবনের রঙ,
এই পৃথিবী যেন পেরেশানির আড়ঙ;
অফুরন্ত অবসর আর পাই না খুঁজে
আর পারি না রাখতে আকাশে চোখ গুঁজে।
যাই না কোথাও, ডুবে থাকি ব্যস্ততায়,
মন যেন পূর্ণ মুগ্ধতার দৈন্যতায়,
একঘেঁয়েমীর বুকে বসে আছি ঠায়,
ভাসছি দিবানিশি ব্যস্ততায় নায়।
মেঘের মত মন আমার হয়ে যায় চঞ্চল
ঘুরতে ইচ্ছে জাগে দূর দূরান্তে বনাঞ্চল;
কবে পাবো ছুটি কবে যাবো ঘুরতে
কবে পারবো ডানা মেলা পাখির মত উড়তে।
পেরেশানীর সুতায় বাঁধা পড়ে আছি
সময় খেলে আমার সাথে কানামাছি
আকাশে আর রাখা হয় না চোখ,
মুগ্ধতারা দাঁড়ায় না এসে সম্মুখ।
কবে যে যাই পালিয়ে সব ছেড়েছুড়ে
সুখগুলো যায় ক্রমেই আমা হতে দূরে,
কবিতার ছন্দগুলোও পালায়,
কিছু অলিখিত যন্ত্রণা আমায় এসে জ্বালায়।
.
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)
loading...
loading...
কবে পাবো ছুটি কবে যাবো ঘুরতে
কবে পারবো ডানা মেলা পাখির মত উড়তে।
loading...