এসো এক সঙ্গে চা খাই

2839a

মনে আর দুর্নীতি পুষো না বন্ধু, বকাঝকা আর কত
কেউ কী হতে পারে কারো মত, আমি তো আমার মত;
এতসব অভিযোগ ছুঁড়ে ফেলে দাও চায়ের কাপে
তোমার মনে প্রেম আসুক, ঠোঁট পুড়ুক চায়ের উত্তাপে।

এসো গাল গল্পে কিছু সময় কাটিয়ে দেই
দিনভর ঝগড়াঝাটি উফ! আমরা হারাই সুখের খেই;
এসো চা খাও, ঠান্ডা করে মন,
এসো চা হাতে খুঁজে নেই নির্জন!

তোমার তো রঙ চায়ে আসক্তি
আর আমার দুধ চায়েই বাড়ে দিন দিন ভক্তি;
তুমি ঠিক আছো, স্বাস্থ্যসম্মত চা খাও রোজ,
কিন্তু কী নিষ্ঠুর তুমি, রাখো না আমার মনের খোঁজ।

দুদণ্ড শান্তি পাই, মন কী আমার চায় না?
হরদম না সম্মতিতেই রাখো আমার বায়না;
কত বায়না চায়ের জলে যায় পুড়ে,
আর তুমি কীনা রয়েই গেলে দূরে।

আমাদের মাঝে আছে কি প্রেম?
এই শুন আমি চেয়েছি তোমার কাছে রূপা হীরে হেম?
চেয়েছিলাম লাল গোলাপ এনে সম্মুখে দাঁড়াও
চেয়েছি, আমায় নিয়ে দূর দূরান্ত ঘুরো, সুখে হারাও!

কিছুই করোনি, এক সমুদ্দুর দুঃখই দিলে শুধু
মাঝে মাঝে হৃদয় জমিন মরুভূমি ধুঁধুঁ
এবেলা এসো চা করি পান দুজন বসে এক সঙ্গে
কিছুটা সময় কাটাই হাসি ঠাট্টা রঙ্গে।

(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এসো এক সঙ্গে চা খাই, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-০৬-২০২২ | ৭:৪৯ |

    এক সমুদ্দুর দুঃখই দিলে শুধু
    মাঝে মাঝে হৃদয় জমিন মরুভূমি ধুঁধুঁ
    এবেলা এসো চা করি পান দুজন বসে এক সঙ্গে
    কিছুটা সময় কাটাই হাসি ঠাট্টা রঙ্গে।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ০৭-০৬-২০২২ | ১১:১০ |

    বেশ প্রেমময় ভাবনার প্রকাশ কবি আপু 

    GD Star Rating
    loading...