মন খুব উচ্ছল হতো, আনন্দে যেত ভরে,
একঘেঁয়েমীতে ধরেছে বন্ধু, মন নেই মন ঘরে;
ইচ্ছেগুলোর এবার নাও না যতন,
চলো শাপলা ফুটা ঝিলের জলে ঘুরে আসি ইচ্ছে মতন।
জলের উপর ডিঙি ফেলে
ভাসবো না হয় এলেবেলে,
একটা দুইটা শাপলা তুলে
দিয়ো না হয় আমার কোলে।
ঘুরতে যাবো, ভুলবো নাগো ছলাকলায়;
ইচ্ছে আমার; শাপলার মালা পরবো গলায়,
চলো বন্ধু উদাস দুপুর
মনে বাজে পাতার নূপুর।
হাওর বাওর বিলে ঝিলে
চলো ঘুরি দুজন মিলে,
জলের উপর হই ভাসমান
মাথার উপর নীল আসমান।
শাপলা ফুটা একটি বিলে
ব্যাঙ দৌড়াই মাটির ঢিলে;
পা ডুবিয়ে বসবো জলে;
মুখ দেখবো জলের তলে।
নিয়ে যাবে বন্ধু? নিয়ে যাবে দূর কোথাও
চলো না হই এখান হতে আজকে আমরা ঠিক উধাও
বিলে ঝিলে ঘুরে বেড়াই,
দুষ্ট লোকদের দৃষ্টি এড়াই।
শাপলা ফুলে লিখে আসি
এই যে জীবন ভালোবাসি
সন্ধ্যায় না হয় ফিরবো ঘরে,
সুখ সাজাবো ফের
থরে থরে।
.
(ক্যানন ৬০০ডি, দমদমিয়া লেক চুনারুঘাট)
loading...
loading...
নিয়ে যাবে দূর কোথাও —
চলো না হই এখান হতে আজকে আমরা ঠিক উধাও …
loading...
থ্যাংকিউ সো মাচ

loading...
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।
loading...