যদি নিয়ে যাও স্বচ্ছ জলের ঝিলে

2792a

মন খুব উচ্ছল হতো, আনন্দে যেত ভরে,
একঘেঁয়েমীতে ধরেছে বন্ধু, মন নেই মন ঘরে;
ইচ্ছেগুলোর এবার নাও না যতন,
চলো শাপলা ফুটা ঝিলের জলে ঘুরে আসি ইচ্ছে মতন।

জলের উপর ডিঙি ফেলে
ভাসবো না হয় এলেবেলে,
একটা দুইটা শাপলা তুলে
দিয়ো না হয় আমার কোলে।

ঘুরতে যাবো, ভুলবো নাগো ছলাকলায়;
ইচ্ছে আমার; শাপলার মালা পরবো গলায়,
চলো বন্ধু উদাস দুপুর
মনে বাজে পাতার নূপুর।

হাওর বাওর বিলে ঝিলে
চলো ঘুরি দুজন মিলে,
জলের উপর হই ভাসমান
মাথার উপর নীল আসমান।

শাপলা ফুটা একটি বিলে
ব্যাঙ দৌড়াই মাটির ঢিলে;
পা ডুবিয়ে বসবো জলে;
মুখ দেখবো জলের তলে।

নিয়ে যাবে বন্ধু? নিয়ে যাবে দূর কোথাও
চলো না হই এখান হতে আজকে আমরা ঠিক উধাও
বিলে ঝিলে ঘুরে বেড়াই,
দুষ্ট লোকদের দৃষ্টি এড়াই।

শাপলা ফুলে লিখে আসি
এই যে জীবন ভালোবাসি
সন্ধ্যায় না হয় ফিরবো ঘরে,
সুখ সাজাবো ফের
থরে থরে।

.
(ক্যানন ৬০০ডি, দমদমিয়া লেক চুনারুঘাট)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
যদি নিয়ে যাও স্বচ্ছ জলের ঝিলে, 5.0 out of 5 based on 2 ratings
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৬-২০২২ | ১১:১৯ |

    নিয়ে যাবে দূর কোথাও —
    চলো না হই এখান হতে আজকে আমরা ঠিক উধাও … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৪-০৬-২০২২ | ৭:২৫ |

    অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়। Smile

    শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...