একটা কিছু তো রেখে যেতে পারি,
থাক না কবিতা লিখার অভ্যাসগুলো
যদিও বদভ্যাস বলে কেউ করে ভৎসনা,
তবুও নিজের বলে কিছু তো থাকলো!
চাই না এমন বদভ্যাস পরিত্যাগ করি,
চাই না কবিতারা আমায় ছেড়ে পালাক,
অচেনা শব্দগুলো থাকুক আমি ছুয়ে না হয়,
কবিতার বুকে তো দীর্ঘশ্বাস ফেলতে পারি অনায়াসে।
আমায় কে চেনে আর, হয়তো কখনো কেউ করবে স্মরণ
বলবে কেউ লিখতো এমন অকবিতা বস্তা পঁচা শব্দে
তবুও তো কেউ রাখলো স্মরণে, খ্যাত বা কুখ্যাত হিসেবে
আমার কবিতায় তাই তুলে রাখি আমার গোপ মন কথন।
যখন আমি কবিতার পাশে বসি
তখন মনে হয় আমার আপন কবিতা ছাড়া আর কে হতে পারে,
যখন কবিতার নাকে কানে হাতে পরাই শব্দের অলঙ্কার
কবিতা হেসে উঠে খিলখিলিয়ে, বুকে পাই এক সমুদ্দুর শান্তি।
চাই না কবিতারা দূরে চলে যাক আমায় ছেড়ে,
চাই না শব্দ’রা হারিয়ে যাক দূর কোথাও,
মনের কথাগুলো তো কবিতাকে বলতে পারি,
কাউকে না বলা কথাগুলো অনায়াসে তুলে দিতে
পারি কবিতার বুকে।
আমার কবিতারা ছড়িয়ে ছিটিয়ে থাকুক মানুষের মাঝে
একবার যদি কেউ ভাবে আমার কথা
আমি ধন্য হবো, ভাববো আমি কারো না হলেই বা কী
আমি কবিতার হয়ে বেঁচে থাকবো অনন্তকাল।
loading...
loading...
একবার যদি কেউ ভাবে আমার কথা
আমি ধন্য হবো, ভাববো আমি কারো না হলেই বা কী
আমি কবিতার হয়ে বেঁচে থাকবো অনন্তকাল।
loading...