আমার মন খারাপ, তোমাকে ছুঁয় না কখনো

538

তুমি ভালোই থাকো, আমার মন খারাপ তোমায় যায় না ছুঁয়ে;
তোমার মন খারাপের রঙ আমার চোখ ছুঁয়ে যায়;
কতটা কাছে তুমি অথচ অনন্ত দূরত্ব দুজনার মাঝে;
আমার দীর্ঘশ্বাস তাই বুঝি তোমাকে দেয় না নাড়া
তুমি উঠো না ব্যথায় কেঁপে।

তুমি সমুদ্র হতে যদি, আমি হতাম গাংচিল
উড়িয়ে নিয়ে যেতাম তোমায় প্রেম পুরীতে,
যেখানে রোমাঞ্চকর হাওয়া বইতে থাকে নিরবধি;
তুমি কী তবে চাও আমার মন খারাপ হোক?

কেমন যেন জীবন আমাদের, কেউ কারো ব্যথা করি না অনুভব
আমরা সুখী হই তা নিয়ে যা আছে বিত্ত বৈভব;
ভালোবাসাহীন জীবনে মিথ্যে করেও বলা হয়নি ভালোবাসি;
অথবা বলোনি ভালোবাসি; এমন ভালোবাসা মিথ্যে বলতে শিখায়নি।

তোমার নিঃশ্বাস ছুঁতে পারি না, সে নিঃশ্বাসে যেন বিষ ভর্তি;
কষ্ট গিলে গিলে বুক উঁচু পাহাড়, এক সমুদ্র গ্লানিতে
বুকের বামে হয়ে গেল পাথরের গিরি;
মনে মনে বলি আমি ভালো নেই……..
অতঃপর মুখে যাই ভালো আছি খুউব।

তোমাকে নিয়ে থাকাটা উফ কত আর থাকা যায় ভালো
তুমি ছাড়া কে জানে এ কথা, আমরা আকাশ পাতাল
সম্পর্ক নিয়ে বেঁচে আছি সুখেই যেন;
বাহিরে ভালো থাকাটাই জরুরী, মন থাকুক বিষাদে পূর্ণ
কেউ না জানুক তোমার আমার এমন বিতৃষ্ণার ভালোবাসার কথা।

বিশ্বাস আমাদের নিঃশ্বাস কখনো নিঃশ্বাসকে ছুঁয়ে দেবে না
সময় বলবে না তোরা ভালো আছিস;
এমন বিতৃষ্ণা নিয়েই না হয় কাটিয়ে দেই ইহ’র প্রহরগুলো;
পরকালে চাই না তুমি ফিরে আসো এই জীবনে;
যে মুখে কেবল বিতৃষ্ণার ছাপ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
আমার মন খারাপ, তোমাকে ছুঁয় না কখনো, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৪-২০২২ | ৯:১২ |

    তোমার নিঃশ্বাস ছুঁতে পারি না, সে নিঃশ্বাসে যেন বিষ ভর্তি;
    কষ্ট গিলে গিলে বুক উঁচু পাহাড়, এক সমুদ্র গ্লানিতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৮-০৪-২০২২ | ১২:০৪ |

    বেশ অনুভূতির ছোঁয়া কবি আপু 

    আগাম ঈদের শুভেচ্ছা রইল

    ঈদ মোবারক

    ভাল ও সুস্থ থাকবেন 

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ২৮-০৪-২০২২ | ১২:০৬ |

    আপনার লেখা কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। 

    GD Star Rating
    loading...