ভালোবাসার কাব্য

627

চন্দ্র দেখি তারা দেখি, চলো বসি খোলা ছাদে,
বসো নিরব আমি বন্ধু মাথা রাখি তোমার কাঁধে,
চলো না যাই বনারণ্যে, চাঁদের আলো চলো ভাসি,
হও না রাজি দাও না কেন একটুখানি মুগ্ধ হাসি।

শত শত তারার আকাশ, মুগ্ধ হয়ে চলো দেখি,
শুনছো না আর কথা তুমি, বন্ধু তুমি করছো একি!
একটি রাতে না ঘুমালাম তুমি আমি হাঁটবো রাতে
রোমাঞ্চকর সময় হবে চাঁদের আলোয় ধরবে হাতে?

নিরামিষ এক মানুষ তুমি, জানো নাতো হাসতে অল্প
কেমন করে করি বাপু তোমার সাথে প্রেমের গল্প;
চাঁদ চিনো না, কেমন মানুষ, চলো হাঁটি চাঁদনি রাতে,
এই চলো না নিরব রাতে বন্ধু তুমি আমার সাথে।

ঘাসের উপর বসে দুজন চাঁদের আলোয় করবো গল্প
দেবে নাকি আজকে আমায় তোমা হতে সময় অল্প,
রাগ করো না লক্ষী সোনা, একটি রাতে থাকো জেগে,
বলছি বলে যাবো বাইরে যেয়ো না প্লিজ আজকে রেগে।

আকাশ তারা, জলের আয়না, নদীর ধারে বসবে নাকি
যাচ্ছে সময় দিয়ো না তো আজকে তুমি আমায় ফাঁকি
মন দুয়ারে তালা তোমার ডাকলে অথৈ শুনো নাকো;
নইলে আমি একা যাবো তুমি বাপু ঘরেই থাকো।

কী যে সুন্দর চাঁদের আলো, বনারণ্যে আলোয় আলো
একবার এসো হাঁটি বনে লাগবে বন্ধু তোমার ভালো
চোখের ঘুমকে দাও না ছুটি, জেগে থাকো সাথে আমার,
বসিয়ো না মন জমিনে আজকে বন্ধু ঘুমের খামার।

আমি যদি থাকি জেগে কেমন ঘুমাও আমায় ফেলে,
তোমার এমন ভাবটা দেখে মন যে হলো এলেবেলে;
ইচ্ছেগুলো মেরে ফেলো, বিষাদ জমা বুকের ভিতর,
সময়গুলো নিরামিষ হয় দেহ আমার লাগে নিথর।

চাঁদের আলো বসে আহা বলে দিয়ো ভালোবাসি
ভালোবাসি যদি বলি দিয়ো বন্ধু মুগ্ধ হাসি
কান পেতে আজ শুনবে বন্ধু হাওয়ায় বাজে পাতার বাঁশি,
যদি বলো ভালোবাসি পরাবো আজ প্রেমের ফাঁসি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ভালোবাসার কাব্য, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০৪-২০২২ | ১৯:১৩ |

    ভালোবাসি যদি বলি দিয়ো বন্ধু মুগ্ধ হাসি
    কান পেতে আজ শুনবে বন্ধু হাওয়ায় বাজে পাতার বাঁশি,
    যদি বলো ভালোবাসি পরাবো আজ প্রেমের ফাঁসি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৫-০৪-২০২২ | ৩:০২ |

    অত্যন্ত সুন্দর ও পরিপাটি লেখা।

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২৬-০৪-২০২২ | ১১:০৯ |

      জাজাকাল্লাহ খাইরান

      ভালো থাকুন অনেক অনেক

      GD Star Rating
      loading...