রোদ পোহাচ্ছিস প্রজাপতি, ফুলের উপর বসে;
তোর সময়টা কাটছে বুঝি সুখে রঙ্গে রসে?
ভাবনা চিন্তা আছে কি তোর, তুইতো সুখেই উড়িস
দিনদুপুরে পাতায় পাতায় হাঁটিস উড়িস ঘুরিস।
কত রঙের বসন গায়ে, পরে আছিস যে তুই,
ইচ্ছে করে ফুলের উপর তোর মত করে শুই;
ইচ্ছে করে তোর ডানাতে স্বপ্ন গুলো তুলি;
যত বিষাদ আছে মনে এক নিমেষে ভুলি।
প্রজাপতি খাস কি রে তুই? মধু নাকি পোকা
মধুই খাবি পোকা কেন খাবিরে তুই বোকা;
স্বপ্ন রঙা ডানায় করে আমায় নিয়ে যাবি;
তুই ঘুরিয়ে নিয়ে আসিস, রাখি এটুক দাবী।
ভাল্লাগে না মাটির উপর কাঁটা পথে হাঁটি,
বিষণ্ণতা ঝরে মনের ঘামে ভেজা মাটি;
তার চেয়ে ঢের আমায় নিয়ে ঘুরবি বনারণ্যে;
একটুখানি সময় রাখবি শুধু আমার জন্য?
প্রজাপতি উড়িস ঘুরিস ফুলে ফুলে নিত্য,
তোর ঘরে কি জমা আছে অথৈ কড়ি বিত্ত?
টাকা দিয়ে খাবার কিনিস? জামা কিনিস কী তুই,
তোর সাথে যাই দূর কোথাও ইচ্ছে জাগে নিতুই।
প্রজাপতি সময়গুলো আমায় একটু দিবি,
আমা হতে ব্যস্ততাদের তুই কি কেড়ে নিবি?
পেরেশানির এই জিন্দেগী ভাল্লাগে না মোটে,
ইচ্ছে করে তোর মত নেই ফুলের মধু লোটে।
(ক্যানন ডি৬০০, চুনারুঘাট)
loading...
loading...
অতি সুন্দর প্রজাপতির তরে আত্মকথণ।
অতিশয় হৃদয়ছোঁয়া।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!
loading...
অনেক সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন অনেক অনেক
loading...
বেশ অনুভূতির ছোঁয়া কবি আপু ভাল থাকবেন
loading...
থ্যাংকিউ সো মাচ
loading...
পেরেশানির এই জিন্দেগী ভাল্লাগে না মোটে,
ইচ্ছে করে তোর মত নেই ফুলের মধু লোটে।
loading...
loading...