শুনো বন্ধু শুনো কথা, দুষ্টুমিতে মন ভরেছে,
বৃষ্টি হচ্ছে বাইরে দেখো, অথৈ বৃষ্টি আজ ঝরেছে;
করো না আর মানা তুমি ভিজবো আমি বৃষ্টির জলে
ছেলেবেলায় যাবো ফিরে একটুখানি ভিজার ছলে।
দাও ছাতাটা উল্টো করে বৃষ্টির পানি ধরবো তাতে
ঠোঁট বাকিয়ে শুনিয়ো না কটু কথা বন্ধু রাতে;
একটুখানি দুষ্টুমিতে কী আসে যায় তাতে বন্ধু?
মনে আমার বাচ্চাপনা জমা আছে তেরো সিন্ধু।
মেঘ জমাবো ছাতার উপর বন্ধু তুমি থাকলে রাজী
খোলা ছাদে তোমায় নিয়ে জলকেলীতে রাখি বাজি;
ভিজাভিজি চলুক না হয়, না হয় যাবো ছেলেবেলায়
অতীত স্মৃতি মনের করে ভাসবো আমরা সুখের ভেলায়।
হলামই বা বুড়ো আমরা, মনটা থাকুক একুশ কুড়ি;
চুপ করে রও বলি তোমায়, বলো না কো আমি বুড়ি,
মনটা আমার সবুজ পাতা, মনটা আমার মেঘের মতন
যেমন ছিলাম মেয়েবেলা, এমন মনই পুষি যতন।
ভাব ধরে আজ পারবো নাতো, থাকতে ঘরে, ঝরছে বৃষ্টি;
মনের মাঝে উথাল পাথাল কত ইচ্ছের হচ্ছে সৃষ্টি;
ভিজবো আমি ধরবো ছাতা জমাবো জল ছাতার উপর,
পরবো মাথায় বন্ধু আমি আজকে না হয় বৃষ্টির টোপর।
ধরো না হাত, সুখ শিহরণ মনে জাগাও অল্প তুমি
ভাল্লাগে না হয় না সহ্য তোমার এমন গুয়ার্তুমি;
ভালোবাসায় দাও ভরে দাও সময় আমার প্রেমে ভরা;
বৃষ্টির জলে ভিজবো দুজন কেটে যাবে ব্যথার খরা।
চলো না যাই ছাদের উপর, ছাতা মাথায় তুমি আমি,
আজকে না হয় নিলে মেনে বন্ধু আমার এই পাগলামি।
সর্দি লাগুক জ্বরও আসুক, ফিরতে চাচ্ছি মেয়েবেলায়
যেখানটাতে ভাসতাম আমি বৃষ্টি এলে জলের ভেলায়।
হাত ছুঁয়ে আজ দিয়ো বলে ভালোবাসি বন্ধু তোমায়
চাই না থাকতে রোজই আমি বাস্তবতার বিষের কোমায়;
ভালোবাসি দেব বলে যদি শুনে সুখী হতে;
চলো ভিজি, হ্যাঁ মিলাও গো বন্ধু আমার মতামতে।
loading...
loading...
ভালোবাসি দেব বলে যদি শুনে সুখী হতে;
চলো ভিজি, হ্যাঁ মিলাও গো বন্ধু আমার মতামতে।
loading...
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
কৃতজ্ঞতা রইলো
loading...
বেশ রোমান্টিক ছোঁয়া কবি আপু ভাল থাকবেন
loading...
থ্যাংকস

loading...