বিতৃষ্ণায় মন ভরে উঠে, মুখে না দেখলে তোমার হাসি
এমন জটিল মনের মানুষ কেমনে বলো ভালোবাসি;
তোমার চাহনীতে রক্ত ঝরে,
মন থাকে না আর মন ঘরে!
কেমন যেন তুমি
সারাক্ষণই গুয়ার্তুমি;
ভাল্লাগে না কথা বলি, তবুও বলি, কও না কথা,
তোমার সাথে বাক্য ব্যয় অযথা।
তবুও ভাবি ইশ মেঘ যেমন মন তোমার হত যদি,
আমি হতাম তোমার বন্ধু ভালোবাসার নদী;
যে নদীতে প্রেমে ডিঙি ছলাৎ ছলাৎ চলে;
তুমি ছাড়া সে নদীতে খরা, বন্ধু মন আমার জ্বলে।
কী এক অদ্ভুত নিয়মে বাঁধা তুমি আমি
আমাদের সম্পর্ক কাঁঠালের আঠায় আক্রান্ত
ছুটে যেতে চাইলেও পারি না…… জ্বালা ধরা ক্ষণে
কে বলো থাকতে চায় গা ঘেঁষে।
তুমি যদি বদলে যেতে
মন নিতে মন পেতে;
বিষই পুষে রাখো অন্তরে, আমাকে দাও দীর্ঘশ্বাস
এমন করে কী হয় স্বস্তিতে বসবাস?
তুমি বরং মেঘ হয়ে যাও, ভালোবাসার বৃত্তে বন্দি হও
হাসো, মুখটারে রেখো না ফুলিয়ে আর, কও রঙ বেরঙের কথা কও;
বেহুদাই সময়গুলো বুকে পা রেখে হেঁটে যাচ্ছো বিতৃষ্ণায়
তুমি নরম হও, যেমন কাশফুল, তোমাকে এমনই মন চায়।
আকাশ হয়ে যাও অথবা আকাশ দেখো, বুক করো প্রশস্ত,
তোমা কারণ চাই না থাকতে ভীত সন্ত্রস্ত;
আমাকে কান্না দিয়ো না, হাসি দাও অল্প
জীবনের বাঁকে বাঁকে লিখে দাও প্রেম গল্প।
ভালোবাসি কথা যদি বলতে একবার, হয়ে যেতাম সুখী;
নিতাম না আর চুপ থাকার ঝুঁকি
কত কথা গলায় এসে থেমে যায়, তুমি কারণ,
হাসতে গেলেও পাই তোমার মুর্হুমুহু বারণ।
loading...
loading...
তুমি বরং মেঘ হয়ে যাও, ভালোবাসার বৃত্তে বন্দি হও
বেহুদাই সময়গুলো বুকে পা রেখে হেঁটে যাচ্ছো বিতৃষ্ণায়
তুমি নরম হও, যেমন কাশফুল, তোমাকে এমনই মন চায়।
loading...
থ্যাংকিই সো মাচ
কৃতজ্ঞতা রইলো
loading...
বেশ মনছুঁয়া এক ভাবনার প্রকাশ কবি আপু ভাল থাকবেন
loading...
ভালোবাসার কাব্য সত্যি ভালো লেগেছে। শুভকামনা সবসময়।
loading...