©কাজী ফাতেমা ছবি
এত মোটা অঙ্কের টাকা পাও মাস গেলেই,
লক্ষ টাকা বোনাস……. উৎসব পর্ব এলেই,
কোটি টাকায় কিনো ফ্লাট, কোটি টাকায় গাড়ী,
আলোর ঝলমলানি, দামী তৈজসে ভরা বাড়ী।
অনায়াসে হালাল উপার্জনেই তুমি কোটিপতি,
মনে মনে তখনো ভাবো আরও যদি আসে কড়ি কিবা এমন ক্ষতি,
হালাল উপার্জনের মুখে ছাই দিয়ে অন্যায় আনো টেনেই,
কী করে আরও আরও ব্যাংক ব্যালেন্স ফুলাতে পারো
দুর্নীতিতে রাখো পা, পাপ জেনেই!
হাত কাঁপে না, অন্যায়ের পাতায় রাখো দুর্নীতির স্বাক্ষর,
জীবনে শুধু সুখ…… জীবন পাতায় পাতায় আনন্দ মিতাক্ষর,
কী নেই তোমার বলো, বউ বাচ্চা সুখী সংসার,
তবুও তুমি শুধু করে যাও অন্যায়ের অনুসার!
কত সম্মান প্রতিপত্তি, হালাল রোজগারও তো হাতের সন্নিধান
কেনো তবে চাহিদার ব্যাপ্তি আকাশ সীমা, কেনো মনে বৈভবের নিদান,
মন কেন পাখি তোমার মানুষ, মন কেন পাখি,
বিত্ত বৈভবের শাখে উড়ে বসো, কোথায় স্বার্থ সেদিক রাখো আঁখি।
একদিন সব ভেস্তে যায়, সব অর্জন পড়ে যায় অসম্মানের ধুলিতে,
দুনিয়ার দুর্ভাবনা এসে জড় হয় মাথার খুলিতে,
কী করে উৎরাবে বিপদ হতে, তাতেও আঁটো দুর্নীতির ফন্দি,
ও মানুষ মন কেন দুনিয়ার মোহে রাখো বন্দি।
দুদিনের দুনিয়া,
কেনো তবে মোহ স্বপ্ন যাও বুক জমিনে বুনিয়া,
পাপের ফসলে ভরে না মন, পুড়ে শুধু ধিকিধিকি সর্বাঙ্গ,
একদিন সব রেখেই তো হবে তোমার ভবলীলা সাঙ্গ।
(১১-০২-২০২১)
loading...
loading...
দুদিনের দুনিয়া,
কেনো তবে মোহ স্বপ্ন যাও বুক জমিনে বুনিয়া,
পাপের ফসলে ভরে না মন, পুড়ে শুধু ধিকিধিকি সর্বাঙ্গ,
একদিন সব রেখেই তো হবে তোমার ভবলীলা সাঙ্গ।
loading...
থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন
loading...
বাহ্ বেশ লিখেছেন।
loading...
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
loading...
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
loading...
thank u
loading...