» চাবিতা... দেখতে পারেন, পানও করতে পারেন

@কাজী ফাতেমা ছবি
=চা খাবে, জেগে উঠো ঘুম থেকে=
উঠো, দেখে যাও কতটা নিস্তব্ধতায় ভরা সকাল,
শহরের মানুষ ঘুমায় বেঘোর, চোখে স্বপ্ন আছে ছুঁয়ে,
মিহি হাওয়ায় গা ভাসিয়ে কেউ এখানে সকাল দেখে না,
ধোঁয়া উড়া গরম চায়ে রাখে না কেউ ঠোঁট!

এলার্ম ঘড়িটা বেজে চলেছে অবিরাম, শুনো কান পেতে
অফিসের সময় হলো বলে, এখনি জেগে উঠবে কেউ কেউ,
তাড়াহুড়ায় মুখে কিছু পুরে, দৌড় দেবে অফিস পানে,
ব্যাস্ততার কাঁধে চড়ে মানুষ সকাল হারিয়ে
টেবিলে রাখা ফাইলে গুঁজবে চোখ।

এসো দেখে যাও নিরবতার পথে পথে ফেরিঅ’লার হাক
সবজি মাছ আর নৈমিত্তিক জিনিসের সমাহার,
বাজার যেতে হবে না আর, তুমি হয়ে উঠবে আরো আলসে,
ঘরের দোরে বাজার হাট, সকালের হাওয়া হলো না আর গায়ে মাখা।

এসো গরম চায়ে দাও চুমুক,
চোখের যত ঘুম বিকিয়ে দাও তপ্ত জলে ঠোঁট রেখে,
কিছুটাক্ষণ দাঁড়াও বারান্দাতে, নিঃশ্বাস টানো জোরে,
শুদ্ধ হাওয়ারা হারিয়ে যাবে খানিক বাদেই
মিহি হাওয়ায় মিশে যাবে যন্ত্র যানের কালো ধোঁয়া।

কী চা খাবে? র’ চা? নাকী দুধ মেশানো চা,
অথবা কফি খেতে পারো, চুলায় জল উত্তপ্ত হয়ে আছে,
শরীরটাকে চাঙা করে নাও এবেলা,,
চায়ের কাছে বিকিয়ে দাও যত আড়মোড়া আলসেমী!
০৫/০৮/২০২০

©কাজী ফাতেমা ছবি
=এইতো জীবন, আলহামদুলিল্লাহ=
ঘুমের ক্লান্তি ঢেলে দেই চায়ের কাপে,
মন্দানিল মুগ্ধ ক্ষণ ছুঁয়ে মন করে নেই চনমনে,
ঠোঁট আর কাপের উষ্ণতায় মাখামাখি সময়
সুখের নিঃশ্বাস ছেড়ে বলি ও করুণাময় আলহামদুলিল্লাহ!

সুখ পাখিটা গাছের শাখে ডেকে যায় হরদম,
কাজের ফাঁকে বারান্দার পাতাবাহারের সাথে মিতালী
পাখি এসে গ্রীলে বসেই হয় ফুড়ুৎ,
সে কি সময় চলে যাওয়ার অগ্রিম ঘোষণা!

ঐ যে সবুজ মাঠ নিস্তব্ধ, নিরব, কোথাও কেউ নেই
অথচ এই ফুরিয়ে যাও সেই গত বেলা এখানেই,
জমজমাট মানুষ, ছোট থেকে তরুণ বুড়ো,
কান পেতে শুনেছি কান্নার রোল!

দৃষ্টি তাক করে দেখেছি ইস্পাতের খাটিয়া,
কেউ বেলা শেষের খেয়ায় পা রেখেছিলো,
কেউ দুনিয়ার মোহ ছেড়ে পালিয়েছে,
চোখের জলে ভেসে গিয়েছিলো হয়তো কারো কারো
স্বজন হারানোর বেদনা!

কোন শোকই সেঁটে থাকে না মনে,
সব ব্যথাই অতীত হয়ে যায়,
যে ঘরের প্রিয় মানুষটি ছাড়া চায়ের আড্ডা চলতো না,
আজ তাকে ছাড়াই চায়ের কাপে টুংটাং সুর,
চায়ের ধোঁয়ায় মিশে যায় অতীত শোক!

ক্ষণস্থায়ী সুখ আঁকড়ে মানুষ বেঁচে থাকে
পরকাল স্মরণে অথবা ভুলে,
কাউকে ছাড়া কারো জীবন চলবে না
ডাহা মিথ্যেটুকু মিথ্যেই রয়ে যায়, মানুষ যে যার মত
নিজকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ক’দিন পরই!
25/7/2020

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৭ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ১৩-০৮-২০২০ | ১২:৫০ |

    অনবদ্য প্রকাশ কবি আপু 

    GD Star Rating
    loading...
  2. ইসিয়াক : ১৩-০৮-২০২০ | ১৩:১৯ |

    খুব ভালো লাগলো আপু।

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ১৩-০৮-২০২০ | ১৫:২৬ |

      একরাশ ভালো লাগার ভালোবাসা ।

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ১৬-০৮-২০২০ | ১৩:৪৭ |

      অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার ছবিটা দেখে সব জায়গায়  চিনে ফেলি। গল্প কবিতায় ও পেয়েছিhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  4. মুরুব্বী : ১৩-০৮-২০২০ | ১৮:১১ |

    ছবি এবং কবিতা দুজনে দুজনার। অভিনন্দন কবি ছবি রাণী এই মেঘ এই রোদ্দুর।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ১৬-০৮-২০২০ | ১৩:৪৭ |

      জাজাকাল্লাহ খাইরান মুরুব্বী জি

      ভালো থাকুন পাশে থাকুনhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gifhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

      GD Star Rating
      loading...
  5. মাসুদুর রহমান (শাওন) : ১৪-০৮-২০২০ | ৮:৪৪ |

    ছবিও যেমন কবিতাও তেমনই সুন্দর হয়েছে……..

    GD Star Rating
    loading...
  6. নিতাই বাবু : ১৪-০৮-২০২০ | ৯:১১ |

    আপনার সুলিখিত কবিতায় শহুরে জীবনের বাস্তবতা ফুটে উঠেছে। শুভকামনা থাকলো।   

    GD Star Rating
    loading...
  7. সাইদুর রহমান১ : ১৪-০৮-২০২০ | ১৩:৫৩ |

    এসো গরম চায়ে দাও চুমুক,
    চোখের যত ঘুম বিকিয়ে দাও তপ্ত জলে ঠোঁট রেখে,
    কিছুটাক্ষণ দাঁড়াও বারান্দাতে, নিঃশ্বাস টানো জোরে,
    শুদ্ধ হাওয়ারা হারিয়ে যাবে খানিক বাদেই
    মিহি হাওয়ায় মিশে যাবে যন্ত্র যানের কালো ধোঁয়া।

    অসাধারণ কবিতা……https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...