হৃদয় ভাঙ্গচুঁড়ের পর, কই আর যাবো;
এদিক ওদিক চারদিকে অদৃশ্য বেড়া,
লাফিয়ে পড়তে গিয়ে দেখি নিচে অথৈ সমুদ্র,
আগাই সম্মুখ সূতোর টান, পিছাই মেরুদণ্ডে চাবুকের আঘাত,
ডানে সম্পর্ক, বায়ে সমাজ, উপরে কর্তব্য, নিচে শূন্য,
আর স্তব্ধ দাঁড়ালেই বোবা কান পেতে শুনি অস্তিত্ব ভাঙ্গার গল্প।
যাওয়ার জায়গা নেই আমার- হৃদয়ে তুমুল ঝড়
বাতাসের তোড়ে যায় ওড়ে যায় যায় ঐ….
যা ছিল প্রাপ্তি, যা ছিল সুখ, যা ছিল মুগ্ধতা…
নাটাইবিহীন ঘুড়ি হয়ে অসীম শূন্যতায় গা ভাসায়ে যায় ওড়ে,
গেলো ওড়ে, যায় ওড়ে…. শুধু চোখ ছিল বিষাদে নিলীন!
আমার বলার কিছুই নেই, তাই এখানেই ফিরি বার বার…
নিথর বসে সুর তুলি বিষাদের….
বলছি বলে উচিৎ কথা
মারলে কথার তীর রে বন্ধু,
মারলে কথার তীর;
বিঁধল সে তীর, বসল সে তীর;
ভাঙ্গল সুখের নীড় রে বন্ধু
ভাঙ্গল সুখের নীড়।
কথার মাথায় বিষ মাখানো,
বিষে মন অধীর রে বন্ধু;
বিষে মন অধীর,
কথার বিষে বুকের মাঝে
কষ্ট বাড়ায় ভীড় রে বন্ধু
কষ্ট বাড়ায় ভীড়।।
বজ্র নিনাদ গলায় তুলে,
আস্থায় ধরাও চির রে বন্ধু
আস্থার ধরাও চির;
বাঁচি, থাকি আঁকড়ে ধরে
নত করে শির রে বন্ধু,
নত করে শির।।
মন্দ বলে করলে তুমি
প্রেম তোমার জাহির রে বন্ধু
করলে প্রেম জাহির;
ইচ্ছে করে সকল ছেড়ে
ঘর ছেড়ে হই বাহির রে বন্ধু
ঘর ছেড়ে হই বাহির।।
দিন দিন ভালো জিনিসগুলোও তেতো লাগে;
অথচ ঘন্টার পর ঘন্টা বসে থাকা হতো সিনেমা দেখার নেশায়,
পর্ব নাটক দেখার অপেক্ষায় থাকা হতো সপ্তাহ জুড়ে….
রাতের পর রাত জেগে বইয়ে ডুবে থাকত মন।
কখনো আড্ডায় কেটে যেত রাত,
ফযরের আযান শুনে ফিরে আসতো সম্বিত;
অথির মন কিছুতেই কিছু খুঁজে পায় না আজ.।
সব ভালোর রন্ধ্রে রন্ধ্রে মেকিপনা ঢুকেছে;
তোমাদের কি মনে হয় না, কিভাবে কৃত্রিমতা আমাদের গিলে খাচ্ছে;
রুচিবোধ, ভালবাসা, প্রেম সবই দুষ্প্রাপ্যতার বাজারে হারিয়ে গেছে;
স্নেহ মায়া মমতা এসব হেরে গেছে টাকার কাছে;
আচ্ছা! এর থেকে উত্তোরণের পথ কি তোমরা খুঁজছো না????
loading...
loading...
অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা
loading...
অনেক ধন্যবাদ ভাইয়া জি
loading...
'নাটাইবিহীন ঘুড়ি হয়ে অসীম শূন্যতায় গা ভাসায়ে যায় ওড়ে,
গেলো ওড়ে, যায় ওড়ে…. শুধু চোখ ছিল বিষাদে নিলীন!'
চমৎকার দুটি কবিতা উপহার। অভিনন্দন সহ ঈদ মোবারক।
loading...
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ঈদ মুবারক
loading...
কবিতা ভালো লেগেছে।
ঈদ মোবারক আপু
loading...
ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
loading...