গ্রামের পরিবেশ সব সময়ই ভালো লাগে আমার। কারণ গ্রামেই বড় হয়েছি। চাকুরীর সুবাদে ২০০১ সালে ঢাকা আসছি। আর তেমনভাবে থাকা হয়নি গ্রামে গিয়ে। বছরে একবার শ্বশুরবাড়ী আর একবার বাপের বাড়ী। কোনোদিনও এক সপ্তাহের বেশী না। আর বেশীরভাগই যাওয়া পড়ে শীত সিজনে। শুষ্ক রুক্ষ পরিবেশ গ্রামের তখন। মরা ঘাস, গাছপালায় মরা পাতা, খরখরে মাটি। সজীবতা বলতে কিছুই থাকে না। আকাশের অবস্থায়ও যাচ্ছে তাই ফিকে বিবর্ণ।
শীত সিজনের ছবি তেমন সুন্দর আসে না আকাশের কারণে। সাদা আকাশের কাছে সব ছবিই ম্লান হয়ে যায়। তবে এবার ব্যতিক্রম হয়েছে। বাবার বাড়ী গিয়েছিলাম জুলাই মাসে। সে সময় প্রকৃতি অনেক সুন্দর ছিলো আর আকাশটা মাগো মা। কী যে সুন্দর মান অসহ্য সুন্দর। আর গাছ লতা পাতা, ঘাস সবই সবুজ। কারণ তখন বৃষ্টির সিজন। মোবাইল ক্যামেরায় যা-ই তুলি অদ্ভুত সুন্দর আসে ছবিতে। স্নিগ্ধ আর সবুজাভ ।
তারপরের মাসে মানে আগস্ট মাসে শ্বশুর বাড়ী যাই । সে সময়ের প্রকৃতিও আলহামদুলিল্লাহ অদ্ভুত সুন্দর। চারিদিকের আকাশ একেকরকম। পুবে গেলে দেখি শুভ্র মেঘ ভর্তি আকাশ। পশ্চিমে গেলে দেখি দলছুট মেঘেরা ভেসে বেড়াচ্ছে আকাশে। । ক্ষেতের পানিতে আকাশের সব মেঘে নুয়ে আছে যেনো। এই অদ্ভুত সুন্দর প্রকৃতি তুলে এনেছি স্যামসাং এস নাইন প্লাস মোবাইল ক্যামেরায়। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আশাকরি। একেকটা ছবিই যেনো আমার কবিতা। এই একেকটির ছবির সাথেই অসংখ্য কবিতা লেখা হয়ে যায় যদিও আমি বলি অকবিতা। কারণ আমি জানি ছন্দ কাব্যিকতা বেশীর ভাগই আমার লেখায় থাকে না। তবুও লিখি মনের আনন্দে লিখি। যতদিন হাতের জোর আছে ইনশাআল্লাহ লিখে যাবো। অনুভূতিগুলো বন্দি করে রেখে যাবো দুনিয়ায়। কেউ না কেউ কোনো একদিন যাতে বলে এই বদ মেয়েটায় নেট জগত ভরাইয়া রাইখা গেছে ছাইফাস লেখা দিয়ে হাহাহা। তাতেই আমার আনন্দ তাতেই আমার সুখ। ভালো থাকুন সবাই ফি আমানিল্লাহ।
১।
২্।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
loading...
loading...
আহা কী অদ্ভুত সুন্দর ছবি আর বর্ণনা। ভালোবাসা প্রিয় কবি বোন।
loading...
আন্তরিক ধন্যবাদ আপি
loading...
অসাধারণ সব গ্রামাকাশের ছB. মুগ্ধ না হয়ে পারলাম না আপু। অভিনন্দন।
loading...
ধন্যবাদ আপি ভালো থাকুন
loading...
* অসাধারণ আমাদের গ্রামীণ প্রকৃতি….


loading...
অনেক ধন্যবাদ ভালো থাকুন
loading...
প্রত্যেকটি ছবিই সুন্দর হয়েছে আপা।
loading...
ধন্যবাদ অনেক অনেক ভালো থাকুন
loading...
সুন্দর ছবি
কেমন আছেন?
loading...
loading...
এইতো দেখছি ছবির মহা সমারোহ!!

loading...