নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে লেখা)

=তুমি আকাশ আমি পাখি=

রোদ্দুর যদি চোখ দেয় জ্বালিয়ে
তুমি জলের আয়নায় আকাশ দেখে নিয়ো।
এখন শরত নয়,যদি আকাশ ভালোবাসো
তবে আকাশে তাকালেই আকাশ হয়ে যাবে শরত,
তুলো মেঘের নরম ছোঁয়া খুব কী পেতে ইচ্ছে করে?
মেঘের ভেলায় ভাসতে চাও আনমনে?
অথবা পাখির ডানায় চড়ে নীল ছুঁতে চাও?

তবে এসো কার্তিকের এ বেলা
আমি তোমায় মেঘের পালকে সাজাবো
কল্প ডানায় উড়ে যেয়ো নীলে,
আমি জলের আয়নায় দেখে নেব তোমায়।
একদিন আকাশ হয়ে ফিরে এসো
মেলে দিয়ে তোমার প্রশস্ত কবোঞ্চ বুক
আমি নীলকন্ঠ পাখি,
উড়ব স্বাধীনতায় তোমার বুক আকাশে
তুমি আকাশ আমি পাখি হয়ে থেকে যাবো
অনন্তকাল কাছাকাছি।
August 9, 2018


স্যামসাং এস নাইন প্লাস। ©কাজী ফাতেমা ছবি

=নিয়ে যাও দূরে, গোধূলির আলো ছুঁয়ে=

এই যে তুমি আগাচ্ছো সূর্যের পথ বেয়ে
কেবল ডাকছো আমায়,বলছো চলো হারাই
আঁধার যতই আসুক নেমে,
আমি নির্ভয়ে অজানায় পা বাড়াই!

হাতে রিনিঝিনি লাল হলুদ কাঁচের চুড়ি,
পরেছি বিকেল রঙ পাড়ের গোধূলী রঙ শাড়ি;
মাথার ঘোমটা বেয়ে কিছু অচেনা সুখ গড়ায়
তুমি কী জানো কতটা মুগ্ধতা বিরাজ করে মনের বাড়ি!

পথে ধূলো আর আকাশের রঙ উড়ে হাওয়ায়
তুমি আমি মুগ্ধতার রঙ সিঁড়ি বেয়ে পথ আগাই
গল্প খুঁনসুঁটি মাখানো একটি বিকেল কেবল তোমার আমার,
স্মৃতিঘরে থেকে যাক প্রেম স্নিগ্ধতার এমন প্রহর,
মনে তাই সুখ জাগাই।

তালপাতার পাখার হাওয়া নাইবা খেলাম এবেলা
দেখো দেখো তালপাতার ফাঁক গলে
যে সূর্যটা পশ্চিমে যাচ্ছে ধীরে ডুবে,
আলোর স্বপ্ন তবে যাক উবে
রাতের আঁধারে জোনাকির আলোয় পথ নেবো চিনে,
ডুবে যাক শহর আঁধারের তলে।

আহা কী যে মায়ায় মাখানো প্রহর এই,
তুমি কেবল দিয়ে যেয়ো এমন কিছু মুগ্ধতার বেলা,
যেখানে পা রাখলেই মন বাজারে বসবে
সুখের বেসাতি আর শত হাজার মুগ্ধতার মেলা।
January 25, 2019

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৩টি) | ১০ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৯-১০-২০১৯ | ১৬:২৭ |

    'রাতের আঁধারে জোনাকির আলোয় পথ নেবো চিনে, ডুবে যাক শহর আঁধারের তলে।' ছবি সুন্দর না লিখা সুন্দর? আমার কাছে তো দুটোই চমৎকার লাগে কবি ছবি রাণী। 

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ৩০-১০-২০১৯ | ১৫:২০ |

      ক্যাপচা ম্যাপচার লাইগ্গা কমেন্ট করতারি না Frown কান্দনের ইমু হবে

       

       

      GD Star Rating
      loading...
  2. সাজিয়া আফরিন : ২৯-১০-২০১৯ | ১৭:৩৬ |

    প্রথম ছবিটা যদি মোবাইলে ধারণ করা হয়, তাহলে লাজবাব আপা। কবিতা দুটি সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ৩০-১০-২০১৯ | ১৫:২২ |

      মোবাইলেই ধারণ করা আপি। স্যামসাং এ সেভেন দিয়ে

       

      অনেক ধন্যবাদ

      GD Star Rating
      loading...
  3. সুমন আহমেদ : ২৯-১০-২০১৯ | ১৭:৩৯ |

    একদিন আকাশ হয়ে ফিরে এসো
    মেলে দিয়ে তোমার প্রশস্ত কবোঞ্চ বুক
    আমি নীলকন্ঠ পাখি।

    সুন্দর মায়াভরা কোমল কবিতা উপহার কবি এই মেঘ এই রোদ্দুর আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  4. আবু সাঈদ আহমেদ : ২৯-১০-২০১৯ | ১৮:১৭ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২৯-১০-২০১৯ | ১৮:৪০ |

    দুটি কবিতাই প্রাণ ছোঁয়া প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ২৯-১০-২০১৯ | ২০:০৯ |

    কবিতার সাথে ছবি'র অপূর্ব সম্মিলন কবি বোন কাজী ফাতেমা ছবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  7. শাকিলা তুবা : ২৯-১০-২০১৯ | ২১:৪৫ |

    সুন্দর লিখেছেন আপা। Smile

    GD Star Rating
    loading...
  8. ইসিয়াক : ২৯-১০-২০১৯ | ২২:৫২ |

    হা হা ছবি আপু  ।পথে যেতে যেতে কেমন দেখা হয়ে গেলো !https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifকবিতা ভালো হইছে………….

    GD Star Rating
    loading...
  9. মাহমুদুর রহমান : ৩০-১০-২০১৯ | ০:৫৮ |

    ভালো কবিতা। 

    GD Star Rating
    loading...
  10. নিতাই বাবু : ৩০-১০-২০১৯ | ১৩:১৩ |

    পথে ধূলো আর আকাশের রঙ উড়ে হাওয়ায়
    তুমি আমি মুগ্ধতার রঙ সিঁড়ি বেয়ে পথ আগাই
    গল্প খুঁনসুঁটি মাখানো একটি বিকেল কেবল তোমার আমার,

    আহা দারুণ! শুধুই দুইজন দুজনার।     

    GD Star Rating
    loading...