জেগে থাকা রাতগুলো অথবা অভিমানি মন

১। ইচ্ছে করে জেগে থাকা রাতগুলো…..

স্বপ্ন নিয়ে টানাটানি চলছে নিত্য,
সময় আঙ্গুলের ফাঁকে চলে যাবে বলে ঘুমের প্রহরেও থাকি জেগে;
আর দু’মিনিট না হয় জেগেই থাকলাম, এই করে কাটিয়ে দেই প্রশান্তির ঘুম প্রহরগুলো।
এমন কু-ইচ্ছার কাছে হার মানে ঘুম।

অযথা জেগে থাকা প্রহরে জেগে আছি বলে বুকে হাম্বরের আঘাতে
ধড়াম ধড়াম শব্দে মুহুর্মুহু যন্ত্রণায় বিছানায় করি ছটফট;
দু-টানায় শেষে ঘুম চোখের পাতা ছেড়ে পালায়।

কথা গল্প হাসি ঠাট্টায় কেটে যায় মধ্য রাত অবধি
কিইবা পেলাম এমন জেগে থাকা রাতগুলোতে।
রাতের ঘুমের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বেঁচে থাকি
নির্ঘুম রাত! তৃপ্তির স্বপ্নগুলো কাঁদে সিথানে বসে।

অবশেষে সুখ স্বপ্নগুলো পালায় দখিন জানালা দিয়ে
আর দু:স্বপ্ন এসে ঝেঁকে বসে চোখে।
ঘুম এসে কতবার হাই তুলিয়ে জানান দিয়ে যায় ঘুমের প্রহর গেলো বলে,
অথচ অবহেলায় কাটিয়ে দেই নিশ্চিন্ত ঘুমের প্রহর।

টের পাই পরেরদিন কর্ম প্রহরে যখন হাইয়ের পর হাই এসে
চোখে জল ঝরিয়ে কাজে কর্মে ব্যাঘাত ঘটায় মারাত্মক তখন।
ঠিক তখনি ওয়াদা করে ফেলি ঘুমপ্রহর করব না আর অবহেলা ।

রাত যেই ঘনিয়ে আসে ভুলে যাই কষ্ট প্রহরের কথা..
সেই একই অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়ে জেগে থাকি রাতের পর রাত।
স্বপ্ন নিয়ে টানাটানি শেষে কর্তব্যের খাতিরে শরীর টেনে তুলি অনিচ্ছায়।

এর কি কোনো প্রতিকার নেই!! তবুও জেগে থাকি…থাকতে হয়। কেনো?
June 25, 2016 at 4:08 AM

২। আবেগের মূল্য দিতে শেখো নি আজও……
আবেগের দাম দিতে প্রস্তুত নও কভু। মুহুর্মুহু মন খারাপ করে দেয়ার জন্য ঠাঁয় দাঁড়িয়ে থাকো মনের কিনারে। আমাকে খুশি করার জন্য হলেও কখনো বলো নি অভিমানের খাঁচাটা এবার উলটে ফেলো, মুক্ত করে দাও আবেগ! আলতো ছুঁয়ে দেখো নি আবেগের নরম পালক! বিতৃষ্ণায় অবেলায় খসে পড়ে অভিমান । মাটিতে লুটিয়ে পড়ার আগ পর্যন্ত কত অপেক্ষাই না করা হয়! কই! সে আশা গুঁড়ে বালি। অত:পর ডানা ভাঙ্গা পাখির মতো কারো মন আকাশে ওড়তে না পারার ব্যর্থতা কুঁরে কুঁরে খায় প্রতিনিয়ত।

নিদ্রা হও না, হও একেকটা নির্ঘুম রাত। ব্যথা হতে দ্বিধাবোধ নেই, মলম হতে গিয়ে সটকে পড়ো নির্ভেজাল। অক্সিজেন হতে পারতে – হও যে বড় দীর্ঘশ্বাস! বুকের ভিতর ভালবাসার চাষ করেছিলাম যতন করে! সেখানে মই হয়ে এসে দুমড়ে মুচড়ে দাও ভালবাসার ফসল! আর কি চাও শুনি?

বুকের জমিন ব্যথার আগাছায় পরিপূর্ণ,সারের বদলে- চুয়ে পড়া কষ্ট রক্ত ছড়িয়ে দিয়েছি জমিতে। ভালবাসার সার হলে না…মনের জমিন করে দিলে অনুর্বর। ক্ষারীয় জমিতে এখন- না ফলে প্রেম না ভালবাসা আর আবেগ হয়ে গেলো চোখের শুষ্ক নদী! অভিশাপ দিতে চাই না কিন্তু এই এন্তার কষ্টের ফসল যদি অভিশাপ হয়ে যায়! বড্ড ভয় আমার।

এমনিতেই ভাল থাকো। আমি ছাড়া সবাইকে নিয়ে সুখি থাক। আর আমি কষ্টের নদীতে সাঁতার কাটতে থাকি আবেগের ডানায়!
July 14, 2016 at 4:14 AM • Dhaka

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. মাহমুদুর রহমান : ২১-০৭-২০১৯ | ১৭:৫৩ |

    সুন্দর আবেগ। 

    GD Star Rating
    loading...
  2. শাহাদাত হোসাইন : ২১-০৭-২০১৯ | ১৮:১১ |

    মাঝে মাঝে আমিও রাত জাগি,পরদিন সকালে অফিসে গেলে টের পাই কি করলাম। উপায় না পেয়ে গরম এক কাপ কফিতে ডুব দেই। ভালো লেগেছে জেগে থাকা রাতগুলোর কথা। অভিমানী মনের কথাগুলোও হৃদয় ছুয়েছে লেখিকা বোন। 

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৭-২০১৯ | ১০:৩৪ |

      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত ভাইয়া

      ভালো থাকুন অনেক অনেক

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২১-০৭-২০১৯ | ১৯:৩৫ |

    আপনার জন্য শুভকামনা বোন এই মেঘ এই রোদ্দুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৭-২০১৯ | ১০:৩৫ |

      ধন্যবাদ মিত্র দা

      শুভেচ্ছা সতত

      ভালো থাকুনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  4. মুরুব্বী : ২১-০৭-২০১৯ | ১৯:৫০ |

    টাফ্ রোম্যান্টিক কবিতা। শব্দনীড়ের সাথে থাকছেন দেখে ভালো লাগছে। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৭-২০১৯ | ১০:৩৬ |

      অনেক ধন্যবাদ মুরুব্বী

      ভালো থাকুন পাশেই থাকুন

      GD Star Rating
      loading...
  5. সাজিয়া আফরিন : ২১-০৭-২০১৯ | ২১:২২ |

    দুটি কবিতার দুটিই সুন্দর হয়েছে আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৭-২০১৯ | ১০:৩৬ |

      জাজাকিল্লাহ খাইরান আপি

      ভালো থাকুন অনেক অনেক

      GD Star Rating
      loading...
  6. সুমন আহমেদ : ২১-০৭-২০১৯ | ২১:২৩ |

    জেগে থাকা রাতগুলো অথবা অভিমানি মন। অনন্য এবং অনবদ্য আপা। Smile

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৭-২০১৯ | ১০:৩৭ |

      জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

      GD Star Rating
      loading...
  7. রিয়া রিয়া : ২১-০৭-২০১৯ | ২২:০১ |

    রাতের ঘুমের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বেঁচে থাকি
    নির্ঘুম রাত! তৃপ্তির স্বপ্নগুলো কাঁদে সিথানে বসে।

    শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৭-২০১৯ | ১০:৩৭ |

      অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইয়া

      ভালো থাকুন

      ভালোবাসা অবিরত

      GD Star Rating
      loading...
  8. শান্ত চৌধুরী : ২১-০৭-২০১৯ | ২৩:৫৮ |

    কথা গল্প হাসি ঠাট্টায় কেটে যায় মধ্য রাত অবধি
    কিইবা পেলাম এমন জেগে থাকা রাতগুলোতে।
    রাতের ঘুমের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বেঁচে থাকি
    নির্ঘুম রাত! তৃপ্তির স্বপ্নগুলো কাঁদে সিথানে বসে।

    শুভ কামনা সতত

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৭-২০১৯ | ১০:৫০ |

      অনেক ধন্যবাদ ভাইয়া

      ভালো থাকুন অনেক অনেক

      GD Star Rating
      loading...