» নীল আকাশ ভালোবেসে...

=আকাশ ভালোবেসে হই সুখি=

নিবিড় আলিঙ্গনে পাতারা জড়িয়ে রাখে আকাশের ছায়া,
পাতার ফাঁকে অদ্ভুত নীল চাতালে রঙধনুর রঙ, আহা কী মায়া!
কত বিষাদ ছুঁয়ে থাকে মন, কত বিষণ্ণ ক্ষণ থাকে ঠোঁট ছুঁয়ে
কত একাকিত্ব, কত হাহাকার কত বিতৃষ্ণা চোখে পড়ে নুয়ে,
সব ধুলিসাৎ হয়ে উড়ে যায় নিমেষে, এক ঝলক আকাশে তাকালে
আর আমি তাকালেই, পাতারা নৃত্য তুলে হাওয়ার তালে তালে।
বুক আকাশে জমানো বিষাদের কালো মেঘ কেটে যায় নিমেষে
আকাশভর্তি নীল, আর রঙধনু রঙ চোখে পোরে থাকি সুখাবেশে।
এই তো জীবন আলতো কষ্ট, অঢেল সুখ নিয়ে বেঁচে থাকা,
আকাশে অথবা মর্ত্যে কত সুখ স্বপ্ন আছে আঁকা।
যে আকাশ ভালোবেসে ঠাঁয় তাকিয়ে নেয় নিঃশ্বাস, কষ্ট উড়িয়ে,
তার জীবন জুড়ে উচ্ছ্বাস, মুগ্ধতা,
সে নেয় বেঁচে থাকা, ভালোবেসে জীবনটাকে জুড়িয়ে।
(এপ্রিল ১৯/২০১৯)

=এই শহরের আকাশে=

এই শহরের আকাশে নিভৃতে জ্বলতে থাকে
আকাশ আলো করে নিশুতির চাঁদ,
ব্যস্ত মানুষগুলা হাঁটে হন্তদন্ত, চাঁদের খবর আর কে রাখে!
এই শহরের পথেঘাটে পাতা আছে ব্যস্ততার ফাঁদ!

আলোর ঝলকানি চারিদিকে, এনার্জি অথবা নিয়ন আলোয়
পথ চিনে নেয় পথিক, প্রয়োজনহীন চাঁদালোর প্রহর,
এখানে সুখি মানুষরা নিজ স্বার্থে পথ হাঁটে, কাটে ক্ষণ ভালোয়,
চাঁদের আলোর পানসে পথে জেগে থাকে রাতভর শহর।

পথের বাঁকে পথ হারিয়ে কেউ খুঁজে না চাঁদ আলো
বিদ্যুৎ আলোয় পথের পথ কেবল সেজে থাকে,
অলিগলি রাজপথ ঝকঝকে, নেই কোথাও কালো,
আমি কেবল আলো খুঁজে মরি পথের বাঁকে বাঁকে।

উর্ধ্বমুখি হই, চাঁদ হেসে বলে, আছি তোর সঙ্গে
হেঁটে চলে চাঁদ যতদূর যাই, ক্লান্তি ভ্রান্তি ঠেলে,
খুব উড়ে যেতে ইচ্ছে করে, মিশে যাই ইচ্ছে চাঁদালোর রঙে,
ইচ্ছে লাগে আমার, একাকি উড়ি চাঁদ ছুঁয়ে ডানা মেলে।
(এপ্রিল, ১৮/২০১৯)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ১টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৫-২০১৯ | ১৮:৩৪ |

    আজকে দুটি কবিতা শেয়ার করেছেন। লিখা সাজাবার কৌশল দেখেই বুঝে নিয়েছি এটা ভীষণ পরিচিত। আপনার লিখার সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে মেদহীন অক্ষরবৃত্তের বলয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২০-০৫-২০১৯ | ২১:৫৬ |

    দুটি ছবি দুটি কবিতা অসাধারণ হয়েছে কবিবোন। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ২০-০৫-২০১৯ | ২২:০৫ |

    নির্মল পরিপাটি লিখা উপহার দিয়েছেন কবি এই মেঘ এই রোদ্দুর আপা। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ২০-০৫-২০১৯ | ২৩:০৭ |

    সুন্দর কবিতা পড়লাম। শুভেচ্ছা রইলো।  

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২০-০৫-২০১৯ | ২৩:২০ |

    অপার মুগ্ধতা প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  6. আলমগীর সরকার লিটন : ২১-০৫-২০১৯ | ১১:৫৪ |

    কবিতা দুটাই অন্যরকম লাগল কবি আপু

    অনেক শুভেচ্ছা নিবেন————–

    GD Star Rating
    loading...