জীবন-ভাবনা-সম্মান...


১।
#জীবন_বড়_অদ্ভুত

জীবন বড়ই অদ্ভুত
অদ্ভুত মানুষের মন
অদ্ভুত মানুষের চলাফেরা
আচার আচরণ।
জীবনের মানে কেউ বুঝে
বুঝে উঠতে পারে না কেউ হয়তো।
বুঝে উঠতে উঠতেই সহসা
ডাকে এসে যায় শেষ চিঠি
মানুষ শুধুই অদ্ভূত হা হুতাশ করে
জীবনের কাছে মানুষ প্রয়োজনের বেশীই চায় বুঝি
এজন্য হতে হয় হতাশ,
এক রাশ হতাশা আর অপূর্ণতা নিয়ে মানুষ পাড়ি জমায়
অজানায় অচেনায় গোর গন্তব্যে।
ভাল থাকুক সব ভাল মানুষ ।
May 22, 2014 at 5:43pm

২।
#ভাবনার_অতলে_ডুব
অজানতেই কখনো হেঁটে যাই পরিচিত কারো পাশ দিয়ে
আনমনা আমি ঠেরই পাই না
কেউ একজন ছিল পাশে যাকে আমি চিনি
খুব করে চিনি, খুব কাছের মানুষ ছিলো।
ভুল হয় একবার
আনমনা থাকে মানুষ কখনো সখনো
কিন্তু আমি এমন কেন?
মিলিয়ে যাই মিশে যাই কোথায় যেন
যার কোন অস্তিত্ব নাই
ভাবনার কোন সীমানা নাই
এ আবার কেমন রোগ?
আমি আমাতেই হারাই বারবার
তাই খুঁজে পাই না গন্তব্য।
May 22, 2014 at 3:19pm

৩।
#নেতা_হতে_চাইনা
কি জীবন পেলে আর
কী জীবন নিয়েই ফিরে গেলে অনন্ত আঁধারে
শুয়ে আছ নিরবে দুয়ার খিড়কি বিহীন ঘরে
শান্তিতে অথবা অশান্তিতে।
অথচ তাবৎ দুনিয়ার মানুষ
তোমার মুর্তি বানিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে তোমার পায়ে
অথবা নিথর গলায়।
তুমিতো জানতে আমাদের ধর্মে মুর্তিপূজা নিষিদ্ধ!
আর পুষ্প অঞ্জলিও!
তুমি নেতা তাই তোমাকে ওরা পূজা করে,
আর সেদিকে তোমাকে নিশ্চয়ই শাস্তি পেতে হচ্ছে,
অবশেষে তুমি কিছু মুসলিমদের দেবতা হয়ে গেল;
ওরা তোমাকে শান্তিতে শুতেও দিবে না।
আমি মাটির মানুষ,
আমি কখনো নেতা হতে চাইনা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিও না
আমি চাইনে কেউ আমায় এভাবে কষ্ট দিয়ে স্মরণ করুক ভালবাসুক।
আমি চলে যাবো নিরবে কেউ জানবে না।
নেতা তুমি অভিশপ্ত জীবন বয়ে বেড়াও এভাবেই,
ফুলে ফুলে ভরে উঠুক তুমিমূর্তি পায়ে….
সেখানে তুমি মুহুর্মুহু আজাবে ভেঙ্গেছুঁড়ে যেতে থাক তাতে কি!
সম্মান স্মরণে তো তোমাকে ওরা মাথায় তুলে রাখছে।
তুমি নিজেকে গর্বিত অনুভব করো… ঠিক আছে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৫-২০১৭ | ১৬:৪৮ |

    প্রথমত: প্রচ্ছদে মন ভরে গেলো।
    দ্বিতীয়ত: যার কোন অস্তিত্ব নাই তাকে খুঁজে না পাওয়াটাই হচ্ছে গন্তব্য।
    তৃতীয়ত: নেতা তুমি নিজেকে যতই গর্বিত হওনা; মনে রেখো … মানুষ তোমায় চায় না।

    GD Star Rating
    loading...
  2. দাউদুল ইসলাম : ২২-০৫-২০১৭ | ২০:৩৭ |

    ভাল থাকুক সব ভাল মানুষ ।

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২৩-০৫-২০১৭ | ১৪:১৪ |

      সাথে আপন্ওি ভাল থাকুন

      ধন্যবাদ ভাইয়া । অনেকদিন পর দেখলাম এখানে

      GD Star Rating
      loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৩-০৫-২০১৭ | ১:৫১ |

    ** শুভ কামনা নিরন্তর…

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২৩-০৫-২০১৭ | ১৪:১৫ |

      ধন্যবাদ দিলওয়ার ভাইয়া
      ভাল থাকুন সবাইকে নিয়ে

      GD Star Rating
      loading...