মেয়ে আমি হারাতে না জানলেও-হারিনি কখনো...

রাত্রির গা বেয়ে নেমে আসে নিশাবিহার আয়াস

মৌন ইশারায় হাত বাড়িয়ে ডাকে নিশাকর
দীর্ঘশ্বাসের প্রহরে দুই-ই একা; আমি-নিশাকর
ইচ্ছা-অনিচ্ছার ভিড়ে হারিয়ে গেছি, হেরেছে স্বপ্ন
যা বয়ে গেলো- নিয়ে গেলো সময়ের স্রোত
যে বুঝে সে উপভোগ করে আর যে বুঝে না
সে রয়ে যায় দীর্ঘশ্বাস প্রহরেই!
আগ-পাছ ভাবিনা আর, তাইতো
নিশাকরের ডাকে সারা দেই; হই কাব্যে মশগুল
শুনাই তারে জীবনের ধাপে ধাপে মরিচা পড়া
সকাল দুপুর বিকেলের সুর অনুরণন।
নিশাকর শুনায় বিরহী সুরের সেই বাঁশুরী সুর……
ফিরে ফিরে যাই, ঘুরে আসি আঁধারের বুক চিরে
সেই সেই দিনের নিরুপম পলে পলে।
মেয়ে আমি হারাতে না জানলেও হারিনি এখনো
বিষাদগ্রস্থ মুহুর্তেও হইনি ম্রিয়মান;
জীবনজুড়ে তাই কাব্যগাঁথা সুগন্ধি লোবাণে
করে রেখেছি ম্রক্ষণ।

২০ নভেম্বর ২০১৪

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মামুনুর রশিদ : ০২-০৪-২০১৭ | ১৮:২২ |

    “মেয়ে আমি হারাতে না জানলেও হারিনি এখনো
    বিষাদগ্রস্থ মুহূর্তেও হইনি মিয়ম্রাণ;”

    এমন ধৈর্য্যশক্তি আমাদের সবার দরকার। শুভেচ্ছা জানাই কবি আপা। শুভ সন্ধ্যা।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০২-০৪-২০১৭ | ২০:৪৬ |

    মেয়ে আমি হারাতে না জানলেও- হারিনি কখনো।
    প্রত্যয়ের এই শব্দগুলো যে কতটা দৃপ্ত এবং দৃঢ়তা প্রকাশ করে যা এককথায় অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. শাফি উদ্দীন : ০২-০৪-২০১৭ | ২২:৫৫ |

    অসম্ভব সুন্দর হৃদয়ছোঁয়া লিখা।

    GD Star Rating
    loading...