যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ

________যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ

ঝর ঝর বৃষ্টির ফো্টা
ধরতে গিয়ে আঁজলা পেতেছিলে বৃষ্টির শরীরে
আঁজলা ভরেছ বার বার
সিক্ততার কৌতূহলে ঢেলে দিয়েছ তা বার বার।
আর এখন বর্ষা;
সে কথা মনে আছে তোমার?
নাকি এখনও সেই রকম আঁজলা ভরো
যদি বৃষ্টি আসে ঝাঁপিয়ে
কিংবা বারান্দায় আসতে আসতে মেঘ বৃষ্টি
ছুটে পালিয়ে গেল তোমাকে না দেখে;

সে দিন চট পটিয়ে বৃষ্টি এলো সাঁঝ বিকেলে
ভিজতে ভিজতে বকুল তলায় আধেক ভেজা
জলে ভেজা বকুলের সে কি বাসনা?

বৃষ্টি যেন আঁজলা ভরে দিয়ে গেল
মুঠো মুঠাে বিরহী আকর ভেজা কবিতা
আওরাতেই তুমি এসে দাঁড়িয়ে গেলে সমুখে।
তোমার পাদুকায় মাড়িয়ে যাওয়া লজ্জাবতী
জলে ভিজে লক লকে ডগায় কুঁকড়ে আছে
যেমন তুমি আঁজলা ভরা জলে ভিজে থৈ থে।

আষাঢ়ে মেঘ ভরা গগন
বৃষ্টির আঁচলে ছন্ন ছড়া মেঘমালা; তোমার মতো
ব্যাকুলতা সাঝঘনালে মেঘের আঁচলে ঢেকে থাকো
যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ।

১৪২৯/আষাঢ়/ বর্ষাকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৭-০৯-২০২২ | ১৫:১৯ |

    খুব সুন্দর, সময়োপযোগী। শুভকামনা ।

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৮-০৯-২০২২ | ১১:৫১ |

    বেশ স্মৃতিময় বৃষ্টি ভেজা বকুল তলা কবি দা

    আমার হয়েছিল আম তলা

    ভাল থাকবেন———–

    GD Star Rating
    loading...