_______লকডাউন যাপন
কত দিন পর কবিতার কি প্যাডে?
দিলাম হাত;
আর তখনই গ্রীস্মের তাপদাহ স্বর্ণচূড় ফুলে চমকায়
তোমার হাতের ছোঁয়া বিরহের নামান্তর!
ধুঁ ধুঁ রৌদ্রর মরিচীকায় মৃত্যুর অম্লঘ্রাণ
ঘর্মাক্ত বিষ্ঠার বিষন্নতা ছড়িয়ে যায়,,
হাওয়ার শরীর জুড়ে;
সরীস্রিফের শীতনিদ্রার মতো
লকডাউন যাপন।
তোমায় মনে পড়েছিল খানিক রোদ্রপোলাপে
সজুব ঘাসে চিতল হরিণীর
ঘাসে যাবর কাটার মতো করে;
বনুনে নন্দন প্রেম,
মৃত্তিকা গাত্রে খড়িমাটির আঁচর কাটায় সাঁটা আজও
প্রেম, মৃত্যু সহ বসবাসে।
আকাশ পানে চাহি, চাহি বাঁচিবারে
হে পরাক্রমশালী পথের দিশায়!
১৪২৬/২৪/জ্যৈষ্ঠ
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আকাশ পানে চাহি, চাহি বাঁচিবারে
হে পরাক্রমশালী পথের দিশায়!
অসাধারণ।
loading...
আমার ভালোাবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,,
loading...
খুব সুন্দর।
'ঘর্মাক্ত বিষ্ঠা'য় 'বিষ্ঠা' শব্দটা পালটে ফেলতে পারলে মনে হয় ভালো লাগতো। শব্দটা ঘৃণার উদ্রেক করে।
বেশকিছু টাইপিং মিস্টেক আছে।
শুভেচ্ছা রইল।
loading...
এই আষাঢ়ে, আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,
loading...
সাবলীল সুন্দর উপস্থাপন ।
loading...
কবি আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,,
এই আষাঢ়ে,,,,,,,,,,,,,
loading...