——-ক্ষণজন্মা বৈভব
কোথায় যাবে তুমি?
পা বাড়ালেই পথ। পথের সমুখে পথ
অন্তহীন পথের নিশানায় পথ বয়ে চলে।
বয়ে চলা জলের প্রবাহ নদীর মতো
এঁকে বেঁকে সমুদ্র মোহনায়;
যেন পথের সিদ্ধ আকর।
জীবন পথ, পথের পথ, মরন পথ
একই সূত্রে গাঁথা যেন সুবর্ণ সাঁঝ লালিমা
ক্ষণ কালেই ক্ষয়ে যায়।
খসে পড়া যাতনায় মেইয়ে যায় যে পথ
তাঁকে আন্ধার অসীম শূন্যতায়, মাদকতার পথ;
অসীম কালের সসীম সীমা শেষ বলে কিছু নেই
সেখানে শুধু বিপন্নতা।
পথেই যে অবনী ডুবে যায়;
জোছনা সাথে জেগে উঠে সহসা, ক্ষণজন্মা বৈভব
মৃত্তিকা পথের ধুলায়, বিবর্ণ অসহায়
সুবর্ণ দেহ অনন্তকালের দ্বারে!
১৪২৬/ভাদ্র/ শরতকাল/
বিষয়শ্রেণী: জীবনমুখী কবিতা, রূপক কবিতা
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পথেই যে অবনী ডুবে যায়;
জোছনা সাথে জেগে উঠে সহসা, ক্ষণজন্মা বৈভব
মৃত্তিকা পথের ধুলায়, বিবর্ণ অসহায়
সুবর্ণ দেহ অনন্তকালের দ্বারে!
দারুণ কথামালা ।
শুভকামনা রইলো ।







loading...
হেমন্ত ভালোবাসা, ভাই জীবন চলুক সুখে
loading...
ক্ষণজন্মের এই বৈভব নির্মেদ ভালোবাসা প্রিয় কবি বন্ধু।
loading...
হেমন্ত ভালোবাসা বন্ধু, হেমন্ত রসে জীবন চলুক হেসে
loading...
ঠিক তা-ই! শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি।
loading...
কবিদা আমার হেমন্ত ভালোবাসা জানবেন,
শুভ দীপাবলী।
loading...
অনিয়মিত হলেও আপনার কবিতার দেখা পাই এও কম সৌভাগ্যের নয়।
loading...
না কবি ভাই, আমি প্রদিদিনই কবিতা দিতে পারি, তয় একটু কমিয়ে দিয়েছি, আমার হেমন্ত ভালোবাসা রইল,,,,,,,,
loading...
জীবনমুখী রূপক কবিতায় শুভেচ্ছা জানাই কবি মান্নান ভাই।
loading...
কবিকে আমার বাংলার হেমন্ত এর নবান্ন
ভালোবাসা, জীবন চলুক সুখে,,,,,,,,,,,
loading...
জোছনা সাথে জেগে উঠে সহসা, ক্ষণজন্মা বৈভব
মৃত্তিকা পথের ধুলায়, বিবর্ণ অসহায়
সুবর্ণ দেহ অনন্তকালের দ্বারে!
নিরন্তর শুভকামনা প্রিয় কবি দা।
loading...
আমার প্রাণের কবিকে, বাংলার হেমন্তের নবান্নের শুভেচ্ছা
আর দীপাবলীর ভালোবাসা, আলোয় চলুক জীবন।
loading...
পথের সমুখে পথ অন্তহীন পথের নিশানায় পথ বয়ে চলে। দারুণ কবি ভাই।
loading...
কবিকে আমার শুভ দীপাবলী,
loading...
অসীম কালের সসীম সীমা শেষ বলে কিছু নেই
সেখানে শুধু বিপন্নতা।
* কবি মান্নান ভাই, শুভ কামনা সবসময়….
loading...
আমার প্রাণের ভাইকে হেমন্ত ভালোবাসা।
loading...