কবি কুহক, না ফেরার দেশে! আমাদের ব্লগার স্বজন!

কবি কুহক, সেই সময়ের সাথী, যে সময় ব্লগের শৈশব ছেড়ে যৌবনে পা দিয়েছে, প্রচুর লেখা লেখি প্রচুর গালাগালি, বলা যায় ব্লগ যৌবন, বলে কথা, প্রত্যহ তীর ভাঙা ঢেউয়ে জলের সল্লাৎ সল্লাৎ আমেজ কবি, লেখক, হ্ওযার সে কি শুভ্র বাসনায় ছুটে চলা !

গত প্রত্যকটি বই মেলায় কাঁদে ব্যাগ গোলায় দুই তিনটা ক্যামেরা, ঝুলিয়ে লিটিলম্যাগ চত্বরে ঘুরে বেড়াতেন আর ছবি তুলতেন। দুই বছর আগে এক বই মেলায় লিটিল ম্যাগ চত্বরে কবির সাথে দেখা, বললাম গুরু কেমন আছেন? এই তো যাচ্ছে চারু ভাই! কবি কইল, চারু ভাই এই দিকে আসুন একটা ছুবি নেই, তখন বাংলা একাডিমির চত্তরের দক্ষিনের সিড়িতে বসলাম আর উনি আঁকা বাঁকা হয়ে কয়েক টা ক্লিক মারলেন, আর বললেন চারু ভাই ইন বক্স এ দিয়ে দিমুনি। দেইখেইন কেমন হইছে।

এ ছাড়া অনুপ্রাণন পত্রিকায় কবিতা ছাপলেন,

সে ব্যপারে কয়েক বার কথা বলেছি, বসে আড্ডা হইছে, উনি অফিসে কফি বানিয়ে খেতেন, বললাম না গুরু আমি কফি খাই না, আরে আমি বানামু,

আরেক দিন কবিতা নিয়ে আলাপ, আমি বললাম গুরু ইদানিং আমি তুমি থেকে বেড়িয়ে এসে কবিতা লিখছি, একটু পর বললেন বেশ তো প্রকৃতি ছাড়া কি লেখা যাবে? আমি তুমির ঘ্যানোর আর ভালো লাগে না; বললেন তাই তো, হতে পারে। এই ছিল, যত সামান্য জানা, আমার প্রাণের একজন প্রিয়, গুরু কবি কুহক। না ফেরার দেশে উনার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ উনার সহায় হউন। আমিন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মোঃ খালিদ উমর : ২৯-০৮-২০১৯ | ১৬:১১ |

    একজন প্রিয় মানুষ, একজন ভাল মানুষ, একজন পরোপকারি মানুষ, একজন বিদগ্ধ কবি এই পৃথিবীতে আর নেই ভাবতেই পারছিনা।

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ২৯-০৮-২০১৯ | ১৯:৩৬ |

    কবির বিদেহী আত্মার শান্তি কামনা করছি।   

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ৩০-০৮-২০১৯ | ১২:৩৫ |

    RIP.

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০২-০৯-২০১৯ | ৭:২৪ |

    আল্লাহ উনার সহায় হউন। আমিন।

    GD Star Rating
    loading...