অভিমান

অভিমান

এক সময় খুব অভিমান জমে ছিল; সহসা চাওয়ার প্রসন্ন বিস্তার
তুমি ভালোবাসলে না বলে; নক্ষত্রে আলো ঝুলে থাকার মতো
আবার এমনটাও হল; নিজের উপরও মেঘের ছায়ার মতো অভিমান
মেঘ দৌড় খিলখিলিয়ে হাসে; তোমারই চঞ্চলতার আঁকিবুকি আঁকে
সে তো ছিল ভাবনা উর্বসী; অভিমান তার শিকড় গেড়ে বসে ছিল
কত কথাই তো হয় চোখে চোখে আদি মোহ নেশা? স্বপ্ন পোড়া দিশা সময় ধরে

তবু একচিলতে অভিমান ছিল চাওয়ায়; কলঙ্ক বুকে চাঁদ এখনও পুড়ে
শুধু খুঁজলে না তুমি পিছন ফিরে; ঐ তো ঐ পথেই ছিল আরন্যক জোনাক বেদী।

আসনি ফিরে

কথা দিয়ে ছিলে তবু আসনি ফিরে
টলটলে জলে জলছবি দেখে; ভেবে ছিলে কি কিছু?
হেলেঞ্চার লতানো ডগায় অতীত কেন তন্দ্রা টুটে যায়?

সেই সোনাতন মুগ্ধতা নিয়ে
এখনও রয়ে গেলে অপঃরাহ্নের নরম আলো মতো; দিগন্ত বিহারে
একদল অভিমান লুকোচুরি খেলে।

ওরা খেলে খেলে ক্লান্ত হয়নি কখনও
জোনাক পোড়ার বেদীতেও; বেশ মুখচোরা অভিমানি তুমি
নিবে শতগুনে দিবে না মোটেও।

মুগ্ধতার আকর

তুমি তো ছিলে মুগ্ধতার আকর। ভালোবাসা বুঝলে না কি? শুধু পাতা ঝরার সিক্ততা শুনে ছিলে, শোনলে না মৌনতা বিবর। নীল জুড়ে স্বপ্ন নিলে, নিলে না নীল ঘন আঁধারে যাতনা লীন। তৃঞ্চা টেনে বৃষ্টি চাইলে, চাইলে না মেঘ অভিমান। পদ্যে পদ্যে প্রেম চাইলে, চাইলে না বিরহ যাতনা ঘোর।

অভিমান তোমায়

অভিমানে রইলে পরে
কোন সে সাগর পাড়ে?
কত জলের মেঘ ভেসে যায়?
তৃঞ্চা শুধু বাড়ে।

আদি অন্ত না জেনে
পথিক পথ চলে
অভিমান তোমায় তেমনি পোড়ায়
ভালোবেসে ছিলে বলে।

পাতার বাঁশি বাতাস বীণা
জল তরঙ্গ নাচে
ভাসান ভেলায় বেহুলা কান্দে
যদি ভালোবাসা ফিরে।

১৪২৪/৫ পৌষ/শীতকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-১২-২০১৭ | ১৩:০৫ |

    'নিজের উপরও মেঘের ছায়ার মতো অভিমান
    মেঘ দৌড় খিলখিলিয়ে হাসে; তোমারই চঞ্চলতার আঁকিবুকি আঁকে
    সে তো ছিল ভাবনা উর্বসী।'

    অভিমান শিরোনাম এর সার্থক প্রতিটি কবিতা। অভিনন্দন কবিবন্ধু। আর হ্যাঁ … পোস্টের দ্বিতীয় কলামে এফবি লোগোতে মাউস ক্লিক করলে অটো শেয়ার হয়ে যাবে। নো চিন্তা। Smile

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ২৭-১২-২০১৭ | ১২:৪৭ |

      পৌষ ভালোবাসা বন্ধু,,,,,,,,জীবন বাঁচুক সুখে।

      GD Star Rating
      loading...
  2. দাউদুল ইসলাম : ২৬-১২-২০১৭ | ১৯:২১ |

    জোনাক পোড়ার বেদীতেও; বেশ মুখচোরা অভিমানি তুমি
    নিবে শতগুনে দিবে না মোটেও।

     

    অনবদ্য কাব্য শৈলী! 
      লেখনি পাঠে খুব ভাল লাগলো। 

     

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ২৭-১২-২০১৭ | ১২:৪৮ |

      কবিকে আমার পৌষ ভালোবাসা।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ২৬-১২-২০১৭ | ২০:৪৬ |

    বাহ কবি। 

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ২৭-১২-২০১৭ | ১২:৪৯ |

      কবিকে পৌষ শীতের শুভেচ্ছা।

      GD Star Rating
      loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৮-১২-২০১৭ | ২১:২৭ |

    আদি অন্ত না জেনে
    পথিক পথ চলে
    অভিমান তোমায় তেমনি পোড়ায়
    ভালোবেসে ছিলে বলে।

     

    চমৎকার…

    GD Star Rating
    loading...