অনুভূতির প্রত্যাশা

অনুভূতির প্রত্যাশা

অনুভূতির প্রত্যাশা
জীব দেহ সদা তৎপর; বাতাস ছুঁয়ে জলের ঢেউ
নীল ছুঁয়ে ভাবনা ভাবে।

ভাবনা কি অনুভূতির আকর?
দেখতে দেখতে অনুভূতি নাচে; নিরবেও সদা ভাবনা আঁকে
থরে থরে অনুভূতি সাজে।

অনুভূতির এপিট ওপিট
মনের সাথে সদ্য আঁটে; অনুভূতি মনে মিশে
মনের দেরাজ আপনা খুলে।

প্রেক্ষাপট

অনুমিয়, অনুমান সব ধারনার প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে অনুভূতি মননে বাঁচে। মন থাকলেই মননে সাধা। না থাকলে অনুভূতি ভোতা। সদা ভাবনার মেঘ চাতালে; নীল হারায় কোন সে রুপে? ছুঁতে গেলে যায় না ছোঁয়া। কোন সে রুপে সদা বাঁচে? শরীর জুড়ে মনের প্রভাব। মন হারালে জীব কি বাঁচে? জীব কি তবে শুন্য খাঁচা। প্রেক্ষাপটে ছক আঁকা। অনুভূতি তার চলন বাহন শরীর নামের খাঁচায়।

শুদ্ধ দিশায় স্বপ্ন আঁকে

পথিক হাঁটে মনের দিশায়; মন যে তারে পথ চেনায়
অনুভূতির আকর টেনে; চিনে সদা আপন পর
পাপপূণ্য পথিক মাঝে; নেশায় টলে এদিক ওদিক
যদি সে ভাবনার ছকে; শুদ্ধ দিশায় স্বপ্ন আঁকে
জীবন তবে গরিয়ে গরিয়ে; ঢলে পরা বেলা সাঁঝে
পথিক জানে তার মনটা এবার; কিসের তরে কেঁদে মরে?

১৪২৪/২১, অগ্রহায়ণ/হেমন্তকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-১২-২০১৭ | ১৪:১১ |

    তিন তিনটি অসাধারণ অনুভূতির সমার্থক প্রকাশ। তোমার তুলনা তুমি নিজেই প্রিয় বন্ধু। Smile

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ১৭-১২-২০১৭ | ১৫:৩৬ |

      বন্ধু আমার পৌষ ভালোবাসা নিও।

      GD Star Rating
      loading...
  2. দাউদুল ইসলাম : ১৪-১২-২০১৭ | ১৯:০১ |

    পেক্ষাপট — চমৎকার!!

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ১৭-১২-২০১৭ | ১৫:৩৬ |

      কবি ভাই এই পৌষে আমার ভালোবাসা নিও।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৪-১২-২০১৭ | ২২:৪২ |

    খুব ভাল লেখা। মুগ্ধতা রাখি কবি দা। 

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ১৭-১২-২০১৭ | ১৫:৩৭ |

      কবিকে আমার পৌষ ভালোবাসা।

      GD Star Rating
      loading...