মা, তুমি নেই বলে

তারার মেলায় মা

মাগো, আকাশ নীলে কোন সে তারা?
আঁধার রাতে তারা ভরা; এদিক ওদিক খুঁজে মরি
কোন সে তারা মায়ায় টানে?

ঐ তারা কি তুমি মা?
ঐ যে পাশে ঐ তারটা; আবার ঐ সে টিও কি তুমি মা?
তোমায় খুঁজতে সব তারা যে তুমিই মা।

সন্ধ্যা তারা হারিয়ে গেল
সাতটি তারার বসতি ঐ; শুকতারা কি তুমি মা?
সপ্তর্ষি হয়ে ডাকো মা কপাল চুমে একটু ছুঁয়ে।

মায়ের মুখ

মা, তোমায় কত দিন দেখি না? সাঁঝ ঘনালে উঠানের তারে কাপড় তুলতে, আর বকা ঝকা করতে আর কোন দিন দেখি না। উনুন জ্বলে লাড়কি পুড়ে, সেই স্ফুলিঙ্গে তোমার সুবর্ণ মুখ আর দেখিতে পাইনা মা। ভাতের হাঁড়ির মাড় পড়ে উনুন নিভে যায়, আবার জ্বালাতে সে কি ধোঁয়া? উনুন ঘরটা ভরে যায়। খানিক বাদে আঁচলে চোখ মুছতে মুছতে চোখমুখে একচিলতে হাসি ফুটে উঠত। সেই অপূর্ব লাবণ্য মাখা তোমার মুখ আর দেখতে পাই না মা।

মা, তুমি নেই বলে

মা, তুমি নেই বলে আঁচলের ওম খুঁজি
মা, তুমি নেই বলে গায়ের গন্ধ খুঁজি
মা, তুমি নেই বলে চাঁদের কপালে টিপ খুঁজি
মা, তুমি নেই বলে ভাতের থালায় মায়া খুঁজি
মা, তুমি নেই বলে তোমার পথ চাওয়া স্বপ্ন খুঁজি
মা, তুমি নেই বলে তোমার আদরের ছোঁয়া খুঁজি

মা, তুমি নেই বলে নাড়ি কাটা ধনের মর্ম বুঝি
মা, তুমি নেই বলে সন্ততির ভালোবাসা বুঝি

১৪২৪/১৫ অগ্রহায়ণ/ হেমন্তকাল

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-১২-২০১৭ | ১৪:৩৭ |

    পৃথিবীর শ্রেষ্ঠ সম্বোধন মা।
    আজকের লিখার আয়োজন মা।

    অসাধারণ সব কয়টি স্তবক। অভিনন্দন প্রিয় মাটি ও মানুষের কবি চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ০৭-১২-২০১৭ | ১২:২০ |

      ব্নধু গত জানুয়ারীতে আমার মাকে হারিয়েছি, দোয়া করবেন। আমার ভালোবাসা

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ০৭-১২-২০১৭ | ১২:২৪ |

        Frown Frown মা যেন বেহেস্ত বাসী হন। আমিন।

        GD Star Rating
        loading...
  2. মোকসেদুল ইসলাম : ০৬-১২-২০১৭ | ১৪:৫৮ |

    ‘মা’ অসাধারণ একটি ডাক। ভালো  লাগে মাকে নিয়ে লেখা পড়তে

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ০৭-১২-২০১৭ | ১২:২২ |

      কবিকে আমার হেমন্ত ভালোবাসা, গত জানুয়ারীতে আমার মা কে হারিয়েছি।

      GD Star Rating
      loading...
  3. দাউদুল ইসলাম : ০৬-১২-২০১৭ | ১৮:৫৩ |

    মায়ের জন্য সব টুকু ভালবাসা …… <3

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ০৭-১২-২০১৭ | ১২:২৩ |

      ডা. ভাই গত জানুয়ারীতে আমার মা কে হারিয়েছি। আমার ভালোবাসা রইল কবি।

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ০৬-১২-২০১৭ | ২০:৪১ |

    অনুপ্রাণিত হলাম কবি। সুন্দর।

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ০৭-১২-২০১৭ | ১২:২৪ |

      কবিকে আমার অনেক শুভেচ্ছ ্ও হেমন্ত ভালোবাসা।

      GD Star Rating
      loading...