তারার মেলায় মা
মাগো, আকাশ নীলে কোন সে তারা?
আঁধার রাতে তারা ভরা; এদিক ওদিক খুঁজে মরি
কোন সে তারা মায়ায় টানে?
ঐ তারা কি তুমি মা?
ঐ যে পাশে ঐ তারটা; আবার ঐ সে টিও কি তুমি মা?
তোমায় খুঁজতে সব তারা যে তুমিই মা।
সন্ধ্যা তারা হারিয়ে গেল
সাতটি তারার বসতি ঐ; শুকতারা কি তুমি মা?
সপ্তর্ষি হয়ে ডাকো মা কপাল চুমে একটু ছুঁয়ে।
মায়ের মুখ
মা, তোমায় কত দিন দেখি না? সাঁঝ ঘনালে উঠানের তারে কাপড় তুলতে, আর বকা ঝকা করতে আর কোন দিন দেখি না। উনুন জ্বলে লাড়কি পুড়ে, সেই স্ফুলিঙ্গে তোমার সুবর্ণ মুখ আর দেখিতে পাইনা মা। ভাতের হাঁড়ির মাড় পড়ে উনুন নিভে যায়, আবার জ্বালাতে সে কি ধোঁয়া? উনুন ঘরটা ভরে যায়। খানিক বাদে আঁচলে চোখ মুছতে মুছতে চোখমুখে একচিলতে হাসি ফুটে উঠত। সেই অপূর্ব লাবণ্য মাখা তোমার মুখ আর দেখতে পাই না মা।
মা, তুমি নেই বলে
মা, তুমি নেই বলে আঁচলের ওম খুঁজি
মা, তুমি নেই বলে গায়ের গন্ধ খুঁজি
মা, তুমি নেই বলে চাঁদের কপালে টিপ খুঁজি
মা, তুমি নেই বলে ভাতের থালায় মায়া খুঁজি
মা, তুমি নেই বলে তোমার পথ চাওয়া স্বপ্ন খুঁজি
মা, তুমি নেই বলে তোমার আদরের ছোঁয়া খুঁজি
মা, তুমি নেই বলে নাড়ি কাটা ধনের মর্ম বুঝি
মা, তুমি নেই বলে সন্ততির ভালোবাসা বুঝি
১৪২৪/১৫ অগ্রহায়ণ/ হেমন্তকাল
loading...
loading...
পৃথিবীর শ্রেষ্ঠ সম্বোধন মা।
আজকের লিখার আয়োজন মা।
অসাধারণ সব কয়টি স্তবক। অভিনন্দন প্রিয় মাটি ও মানুষের কবি চারু মান্নান।
loading...
ব্নধু গত জানুয়ারীতে আমার মাকে হারিয়েছি, দোয়া করবেন। আমার ভালোবাসা
loading...
loading...
‘মা’ অসাধারণ একটি ডাক। ভালো লাগে মাকে নিয়ে লেখা পড়তে
loading...
কবিকে আমার হেমন্ত ভালোবাসা, গত জানুয়ারীতে আমার মা কে হারিয়েছি।
loading...
মায়ের জন্য সব টুকু ভালবাসা …… <3
loading...
ডা. ভাই গত জানুয়ারীতে আমার মা কে হারিয়েছি। আমার ভালোবাসা রইল কবি।
loading...
অনুপ্রাণিত হলাম কবি। সুন্দর।
loading...
কবিকে আমার অনেক শুভেচ্ছ ্ও হেমন্ত ভালোবাসা।
loading...