রিমঝিম বরষায় জলজ নেশার ঘ্রাণ
এমন শ্রাবণ,
গান শোনার মস্ত বাহানায়
জলের অন্তর আশ্ফলনে!
তির তির করে ঢেউয়ের কাঁপন
রিমঝিম বরষায় জলজ নেশার ঘ্রাণ
ঝর ঝর মৃদঙ্গ জোছনা বাহার;
করতলে তারই জলছবি ভাসে।
আমলকির বন,
জলজ ঘ্রাণে জোছনা পেলব মাখে
রাতভর শ্রাবণ জলে;
যাতনায় কবিতার নির্মল দ্রোহ জলছবি!
আবছা আঁধারে ঢেকে যায়
উবে যায় ধূঁয়ার মন্ত্রবলয় যেন
এ কোন যাতনা!
জোছনা ডুবে যায় দুপুর রাতে
বৃষ্টির জলজ ঘ্রাণে জোনাকিরা আধো নেশায়
ঘাসের মৃদু ভেজা ওমে জেগে রয়
রাতের পাহারায়।
১৪২৪/৫, শ্রাবণ/বর্ষাকাল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালোবাসা এবং ভালোবাসা প্রিয় প্রকৃতির কবি।
loading...
ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,,
loading...
দারুণ লাগল কবি। বর্ষার পরশে মন ছুয়ে যায়। শুভ কামনা করি।
loading...
এই বর্ষায় ভাল থাকুন, ভাই
loading...