হারিয়েছে, সব সর্বনাশ
ভুতু সোনার মনটা পুড়ে
বানভাসিদের খবর দেখে
বসত বাড়ী বানের তোরে
ভেসে গেল এক নিমেষেই।
এমনি সবে ভাসছে বানে
কলা গাছের ভেলায় ভেসে
ভাসান জলে উনুন জ্বেলে
ক্ষুধার জ্বালায় পেট পুড়ে।
থৈ থৈ ঐ বানের জল
স্রোতের টানে নিচ্ছে তল
কুচুরি পানার ছিন্ন দলে
বিড়াল ছানা যায়রে ভেসে।
বান ভাসিরা দিশে হারা
বাড়ী হারা, ফসল হারা
বানের স্রোত ছন্ন ছাড়া
যাতনা ভরা, স্বপ্ন হরা।
কূল কিনারা নাইরে নাই
খুঁজছে সবাই একটু ঠাঁই!
ঐ যে ছিল সবুজ পথ
হারিয়েছে, সব সর্বনাশ।
১৪২৪/৩১, আষাঢ়/বর্ষাকাল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চিরন্তন এই আষাঢ়ের রূপ বন্ধু।
loading...
বানভাসিদের জন্য সমবেদনা।
loading...
ভালো লাগলো চিরচেনা বর্ষার ছড়া !
loading...