সন্ধ্যাবতীর জলছবি

সন্ধ্যাবতীর জলছবি

কোথায় সে যে হারিয়ে গেল?
কত কাল আগে? পরে, তার হদিস মেলা ভার
সকাল সাঁঝে সজনে ডালে
পাকপাখালির চঞ্চলতার বিভ্রমে;
সে তো চঞ্চল চপলা! সন্ধ্যাবতীর কৈশর বেলা।

সাঁঝ আলোয় ডোবার ধারে নয়ন তারা হাসে
আধো আলোর লুকোচুড়ি মেখে;
জোনাক জোনাকি আলোর প্রদীপ জ্বেলে
কত সুরের গান বাজে পোকা মাকড়ের
সাঁঝ ঘনালে সন্ধ্যাবতীর মৃত্তিকা শরীর জুড়ে।

শুনশান মিহি শব্দে মাথার সিঁথানে
আঁধার রাতে ছায়া অপসরা জেগে থাকে
সোনার কাঁঠি রুপো কাঁঠি ছোঁয়াবে বলে;
তোমার বিরহ যাতনা রাতের মর্মর আঁধার জুড়ে
কল্পনা বানে নিত্য পোড়ায়, সন্ধ্যাবতীর জলছবি।

১৪২৪/৬ জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৫-২০১৭ | ১৮:২৬ |

    আঁধার রাতে ছায়া অপসরা জেগে থাকে …
    কল্পনা বানে নিত্য পোড়ায়, সন্ধ্যাবতীর জলছবি।

    ___ সুন্দর লিখা প্রিয় বন্ধু কবি। এতো অনিয়মিত কেনো বন্ধু !! Smile

    GD Star Rating
    loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২১-০৫-২০১৭ | ২৩:০১ |

    **অপূর্ব…

    GD Star Rating
    loading...