কেন যে ভুলে গেলে?
কেন যে ভুলে গেলে?
যাতনা দিয়ে প্রাণে
আমলকি বনে সেই বেদনায়
নিত্য ঝির ঝিরে বায়
ঝরে সদা বিরহী পত্র।
সাঁঝ ঘনালে
জোনাক স্বজন ঝাঁক বেঁধে
আলোর মশাল জ্বালে
সেই যাতনায় আঁধার রাত
জোছনার মায়া খুঁজে।
এমনি যাতনা সয়ে সয়ে
কত, কত কাল?
গেল পেরিয়ে সুখ দুখের বানে
প্রচ্ছদ সেই একই তুমি!
রইলে বুকে যাতনা চেপে।
১৪২৪/২৮, বৈশাখ/ গ্রীষ্মকাল।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বৈশাখের শেষ প্রান্তে বিরহী বিরহের কবিতা। গুড।
loading...