পুঁজিতে তারে বসন্ত সাঁঝে
কেন জানি,
পথের বাঁকেই ক্লান্তি; পিছে তাকাতে নেই
আর কতটুকু পথ পারি দেলেই?
তার দেখা পাই।
এমনি স্বপ্ন যাতনায় পুড়ে
চলতে পথে; এ কোন অহমিকার আবেশ?
সুধায় মোরে হাওয়া!
ডাক দিয়ে কয়; আয় আয়
আমার সদর দরজা খোলা।
উন্মুখ বিবর পোড়ায় অহর্নিশি
যাতনা ভুলে, কলঙ্কের তিলক পরায় ললাটে।
যদ্দপি তাহার দেখা নাহি মিলে
পথের বাঁকে বাঁকে ঘুড়ে।
লবঙ্গ বনে যদি ঠাঁই মিলে;
পুঁজিতে তারে বসন্ত সাঁঝে।
আজ ১৪, চৈত্র/বসন্তকাল/১৪২৩
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় শুভেচ্ছা রইলো প্রিয় বন্ধু। শুভ সন্ধ্যা।
loading...
loading...