বসন্তের মাতাল হাওয়া
ধরেছি তারে। ঝুলবাড়ান্দায় একলা পেয়ে। বসন্ত বেলা। তাই তো সুবোধ প্রেমের রং ছড়ায় একলা একলা। শহর ভুঁজে, সারি সারি গহনা ইট সুরকির উঁচু উঁচু দালান চোখে পরে।
আরও চোখে পরে একচিলতে মেঘ যেন খুব ম্রিয়মান, অভিমানে লুকিয়ে যায় চুপি চুপি ভেসে। তারে ধরে রাখতে পারেনি আকাশ; নীল দম্ভ আলোর মরিচিকায় সব ভুলে যায় নিমেষই। কদাচিত বর্ণের স্মৃতিমাখা কুন্ডলি শরীর ছুঁইয়ে যায়; বসন্তের মাতাল হাওয়া।
৫ চৈত্র ১৪২৩/বসন্তকাল।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তারে ধরে রাখতে পারেনি আকাশ; নীল দম্ভ আলোর মরীচিকায় সব ভুলে যায় নিমেষেই। কদাচিত বর্ণের স্মৃতিমাখা কুণ্ডলি শরীর ছুঁইয়ে যায়; বসন্তের মাতাল হাওয়া।
বারান্দা হবে বানানটা
সুন্দর লাগল খুব
দারুন