যতগুলো দীর্ঘপথ ঘুরে ঘুরে বাতাসে লাঞ্ছিত
একদিকে ছায়াসারি, অন্যপিঠে সোয়েটার-পরা রোদ্দুর
তুমি তার খুব কাছে হ্রদের এগারোতলা বাড়ি জলের নির্ভুল তীরে পাখি সাদা, পাখি অবারিত
জল — যাকে কতবার কলসিতে ঘুম পাড়িয়েছ
মানুষের কোলে কোলে জন্মেছে পাহাড়
তাতে ভাসে আকাশের দুই স্বেচ্ছাসেবী যেখানে রাক্ষস বসে, যেখানে সমস্ত

