অগ্নিপাঁচালি
মৃত্যু হলে লক্ষণীয় অতীত থাকে না
কুকুর-সন্তান তার দুধস্মৃতি মনে রাখে কিনা
কে জেনেছে? এই রোদ ফার্নেসে গলিয়ে
রাত্রিমণ্ড হল। ঘরে তালা, “অব তো চলিয়ে”
হাঁক দিচ্ছে ঘুমঘুম বিরক্ত পিওন
তবে, সুখঅপমান দু:খঅপমান দুই বোন।
আমি ওই হাত ধ’রে মৃত্যুঅপমানে যেতে যেতে
শালিখপাপিয়া-ফুলে ভরা আয়ুক্ষেতে
শেষবার, ভয়নিঃস্ব, থমকে দাঁড়াই
ওমনি পাঁজরে পিঠে চোঁচ