বসে আছি, মধুসূদনের মতো নিরাশ্রয়!
বন্ধ ঘরে ঘুষিবস্তু থুতুবস্তু উড়ে
মেরেছে হাওয়াকে। তার পেটে জারুল-নিঃশ্বাস—
আশঙ্কাজনক এক রক্তদলা, ওড়ে না। চমকায় চোখের দুকোল জুড়ে চম্কিলা কাকবস্তি,
গলার ভেতরে খোঁড়া চাপাকল
যত টানো, ঘোলাটে, অজীর্ণ, ছেঁড়া
বৃহংনের শব্দে উঠে আসে অপমানিত। অপমান জমিয়ে জমিয়ে আমি
তুলে গেছি অজস্র

