প্রসিদ্ধ ভূপতিচরণ রায়ে যাব এই গলি দিয়ে

  • টানা-রিকশা উড়ে যাচ্ছে কচুরিবাতাসে, তাতে
    বুলেট সিঙাড়া প্যাসেঞ্জার। বাইক শোঁ ক’রে
    কাটাতে গিয়ে গলির কনুইয়ের নুনছাল উঠে গেল
    ওমনি মেহনতি মানুষের খবরের কাগজ
    তার ওপরে পুলটিশ

    যারা লুঙির গিঁট তুলল হৃদয় পর্যন্ত, গেঞ্জি গায়ে
    রাস্তা পার হল যেন রাষ্ট্রসংঘে যাবে, যাদের
    আলোর পিপাসা দীপক মিত্তিরের কালীবাড়ি থেকে
    কেদার ঘোষের লটারি দোকান; ওদিকে ছাঁচিপান
    গালে পড়তেই গিন্নি হল যেসব কিশোরি—
    হাওয়াঠাসা গতরে তুলল এককুচি সোনার নোলক,
    তাদের গলি-জাফরিতে
    লটকন পায়রা গুড়গুড় করে

    তারা রাতারাতি নেমেছে তেমহলা থেকে
    বেড়ালশোয়া টসকানো বাথরুম চাতালে
    বিজ্ঞানের গাধা অর্থনীতির নুনের বস্তা পিঠে
    নর্দমায় পড়ে ছিল, পাশের রোয়াকে খেলে গেছে
    ইঁটের টুকরোয় ষোলো গুটি।
    তারা শুধু কথা আর নজরপট্টিতে
    জীবন অমর ক’রে গেল
    যাদের জামাই সুইসাইড-কেস, ছেলে
    সম্পর্ক রাখে না
    সেখান দিয়ে বাকি পৃথিবী
    জোর পায়ে হেঁটে যাচ্ছে প্রসিদ্ধ ভূপতিচরণে

    গলিটাকে নিচু আঁচে চাপালে জিরে-মেথি এসবই
    ফোড়ন কাটবে। কান পাতবে কেবলতারের বনবীথি,
    ঝুলবারান্দায় দাঁড়ানো পেয়ারাগুচ্ছ…
    তারপর বৃষ্টি পড়ে তো ক্যারামবোর্ড বাঁচিয়ে
    আবক্ষ সূর্য সেনে পড়ে।
    জীবন শুদুমুদু ন’ড়ে বসবে কেন গো?
    সন্ধের ইমিটেশান হাওয়ায়
    গুজবের বাচ্চা আসে বেড়ালের পেটে

    [‘সন্তানপ্রণাম’ থেকে]

  • GD Star Rating
    loading...
    GD Star Rating
    loading...
    এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
    ▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

    ৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

    1. মুরুব্বী : ১২-০৯-২০২০ | ১৯:৩৫ |

      ‘সন্তানপ্রণাম’ গ্রন্থটির প্রতি ভীষণ আগ্রহ আমার রয়েছে। এর যে অধ্যায় গুলো পড়ার সুযোগ হয়েছে তাতে করে বিশ্বাস করি, গ্রন্থটি আপনার জীবনের অন্যতম এক সৃষ্টি। অভিনন্দন প্রিয় কবি চন্দন ভট্টাচার্য। গুড লাক। এমন লিখা শব্দনীড় আর্কাইভ সমৃদ্ধ করবে নিশ্চিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
    2. ফয়জুল মহী : ১২-০৯-২০২০ | ২১:৩৯ |

       অপূর্ব প্রকাশশৈলী, শুভ কামনা নিরন্তর।

      GD Star Rating
      loading...
    3. আলমগীর সরকার লিটন : ১৩-০৯-২০২০ | ১২:০৮ |

      বেশ ভাবনাপূর্ণ কবি দা

      GD Star Rating
      loading...
    4. নিতাই বাবু : ১৪-০৯-২০২০ | ১:৪০ |

      এক কথায় অসাধারণ  একটা কবিতা। পাঠে মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।          

      GD Star Rating
      loading...