চা বল

কাল বর্ধমানে গিয়েছিলাম পান্নাদার সঙ্গে, দেখি ট্রেন থেকে জি আর পি বস্তায় মোড়া লাশ নামাচ্ছে, কেউ চেনে না। আমাদের রাধাকান্তপুর লোকাল কমিটি কিন্তু সব্বার চেনা, তার হেড কল্যাণ উকিল… আরে ওকে তো তুলল অমিয়দা, দোকানে দোকানে চানাচুর সাপ্লাই দিত, তারপর ছ’মাসের ট্রেনিংয়ে এমন টিপ, অন্ধকারে বাদুড় মেরে দেয়! না না, অমিয় তরফদারকে কালু সরায়নি, ওই যে নথের দোষ! শিক্ষা ছিল, হোল্ড ছিল, কিন্তু দেখেছি তো রাত বারোটায় খোঁড়া হরেনের ঘর থেকে বেরোচ্ছে। এই বিশু ওস্তাদকে কেউ ফাঁকি দিতে পারবে না, বস। সন্ধেবেলা একটা পাঁইট পেটে পড়লেই নজর সাফ — কার কোথায় ঠেক… এই যে শান্তিকমিটি নিয়ে রাজ্যপর্যায় পর্যন্ত কথা গড়াল, মানে বিক্ষুব্ধ দেবাশিস আর প্রভাসকাকুর ছেলে অয়ন…শোন, অয়নকে আমাকে চেনাস না, ডানপায়ে ছ’টা আঙুল, রীতাবৌদির মেয়েকে পড়াতে যেত গাঁজা খেয়ে কিন্তু হ্যাঁ অনেস্ট, আরে বাবা অনেস্ট ধুয়ে কি চাটনি খাবে? শত্রুমিত্র চেনার ব্যাপার নেই? রাজনীতির কৌশলগত দিক আছে না! কালকের যোগী এসে অসীমদাকে চমকালে, তিমির গুছাইতের পেছনে ফেউ লাগালে যা হবার তাই হবে, বর্ধমান লোকাল থেকে লাশ নামবে, ডানপায়ে ছ’টা আঙুল; নে, চা বল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০৪-২০১৭ | ৭:৩৮ |

    জীবন কথা গুলোন অসাধারণ ভাবে উপস্থাপিত হয়েছে।
    শেষের সংলাপটি অসাধারণ। শুভ সকাল প্রিয় কবি চন্দন দা।

    GD Star Rating
    loading...